শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩১
Swadeshvumi
বৃহস্পতিবার ● ৫ জানুয়ারী ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » গাইবান্ধা-৫ উপনির্বাচনে নৌকার প্রার্থী রিপন জয়ী
প্রচ্ছদ » জাতীয় » গাইবান্ধা-৫ উপনির্বাচনে নৌকার প্রার্থী রিপন জয়ী
২৪৬ বার পঠিত
বৃহস্পতিবার ● ৫ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধা-৫ উপনির্বাচনে নৌকার প্রার্থী রিপন জয়ী

---
গাইবান্ধা প্রতিনিধি

অনিয়মের কারণে বন্ধ হওয়া আলোচিত গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে  বুধবার (৪ জানুয়ারি) ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে । এতে আওয়ামী লীগ প্রার্থী বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন (নৌকা) প্রতিকে ৮২৮১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম জাতীয় পার্টি (জাপা’র) প্রার্থী  এএইচএম গোলাম শহিদ রঞ্জু (লাঙ্গল) প্রতিকে ৪৫৭৬১ ভোট পেয়েছেন।
গাইবান্ধা জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন ১৪৫ জন প্রিসাইডিং অফিসার, ৯৫২ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ১৯০৪ জন পোলিং অফিসার। সাঘাটা উপজেলার ১০টি ও ফুলছড়ি উপজেলার ৭টিসহ মোট ১৭টি ইউনিয়ন নিয়ে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসন গঠিত। ফুলছড়ি উপজেলায় মোট ১ লাখ ১৪ হাজার ৬৭৩ জন ও সাঘাটা উপজেলায় ২ লাখ ২৫ হাজার ৭০ জন ভোটার রয়েছেন। এরমধ্যে দুই উপজেলায় পুরুষ ভোটার ১ লাখ ৬৯ হাজার ৫৮৩ জন এবং নারী ভোটার ১ লাখ ৭০ হাজার ১৬০ জন।
এই উপনির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তারা হলেন— আওয়ামী লীগ প্রার্থী বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন (নৌকা), জাতীয় পার্টি (জাপা’র) প্রার্থী  এএইচএম গোলাম শহিদ রঞ্জু (লাঙ্গল), বিকল্পধারা বাংলাদেশর প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম (কুলা), স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মাহবুবুর রহমান (ট্রাক)।
উপনির্বাচনে পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও গত ডিসেম্বরের  ২৫ তারিখে বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে ভোট কারচুপির আশঙ্কায় গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
উল্লেখ্য, গত ২৩ জুলাই সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে ৩৩,গাইবান্ধা ৫ আসনটি শূন্য হয়। যার ফলে সংসদীয় এই আসনে গত ১২ অক্টোবর ভোটগ্রহণ চলাকালে নানা অনিয়মের অভিযোগে সেটি বন্ধ ঘোষণা করেন নির্বাচন কমিশনার (ইসি)। ফের কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ৪ জানুয়ারি বুধবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।



বিষয়: #



আর্কাইভ