শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১
Swadeshvumi
শনিবার ● ২৮ জানুয়ারী ২০২৩
প্রচ্ছদ » গণমাধ্যম » একত্রিত হওয়া আঞ্চলিকতা নয়, শিকড়ে ফিরে আসা: হারুন হাবীব
প্রচ্ছদ » গণমাধ্যম » একত্রিত হওয়া আঞ্চলিকতা নয়, শিকড়ে ফিরে আসা: হারুন হাবীব
২৫০ বার পঠিত
শনিবার ● ২৮ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

একত্রিত হওয়া আঞ্চলিকতা নয়, শিকড়ে ফিরে আসা: হারুন হাবীব

---

বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ সেক্টর কমান্ডার্স ফোরামের মহাসচিব এবং বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা হারুন হাবীব বলেছেন, নিজ নিজ জেলার মানুষের সাথে সম্মিলন বা একত্রিত হওয়া আঞ্চলিকতা নয়, বরং শিকড়ে ফিরে যাওয়া বা ফিরে যাওয়ার চেষ্টা করা। গত শনিবার (২৭ জানুয়ারি) রাজধানীর পূর্বাচলে বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতি-ঢাকার বার্ষিক সম্মেলন ও প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বীর মুক্তিযোদ্ধা হারুন হাবীব বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর সাবেক প্রধান সম্পাদক ছিলেন।

---

অনুষ্ঠানে সম্প্রতি জাতীয় প্রেসক্লাব নির্বাচনে বিজয়ী যুগ্ম-সম্পাদক মো. আশরাফ আলী, ব্যবস্থাপনা কমিটির সদস্য জুলহাস আলম, সীমান্ত খোকন ও শাহনাজ সিদ্দিকী সোমাকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। পরে নেতারা তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ময়মনসিংহ মানেই ব্যতিক্রম ও অনুকরণীয়। তারা সবাই এ রকম একটি আয়োজনের ভূয়সী প্রংসা করেন।

---

সংগঠনের সভাপতি বিশিষ্ট সংগঠক বিএফইউজের সাবেক সভাপতি মোল্লা জালালের সভাপতিত্বে সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক উদয় হাকিম। এসময় তিনি সমিতির আগামী দিনের জন্য গৃহিত বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি ঘোষণা করেন।

---

এর সমিতির সাধারণ সম্পাদক উদয় হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠানে- আব্দুল মজিদ, খায়রুল আলম, গোলাম মাওলা, সাকিলা জেসমিন, সাজ্জাদ হোসেন, আবদুস সেলিম, লতিফুল বারী হামীম, জীবন ইসলাম, তানজিল রিমনসহ বিভিন্ন জেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়া জেলা সমিতির নেতাদের মধ্যে বক্তব্য দেন- রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু, খান মুহাম্মদ  সালেক, সৌরভ  জাহাঙ্গীর, নুরুল হাসান খান, হকিকত জাহান হকি, মুহাম্মদ শাহজাদা, এরফানুল হক নাহিদ প্রমুখ।

---

সবশেষে সাদা ভাত, রুই মাছ ভাজি, সাথে শীতের সব্জি, মাংস ছাড়াও মাছের মাথা দিয়ে দিয়ে মাসকলাইয়ের ডাল এবং  ময়মনসিংহ অঞ্চলের ঐতিহ্যবাহী জিয়াফতি আইটেম ‘মিডুরি’ দিয়ে আমন্ত্রিত অতিথিসহ সদস‍্যদের আপ্যায়ন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সবাই আয়োজকদের এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।



বিষয়: #  #



আর্কাইভ