বৃহস্পতিবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » কবি সৈয়দা নাজমা বেগমের কাব্যগ্রন্থ ‘ফাগুন সুধা’র মোড়ক উন্মোচন
কবি সৈয়দা নাজমা বেগমের কাব্যগ্রন্থ ‘ফাগুন সুধা’র মোড়ক উন্মোচন
কবি সৈয়দা নাজমা বেগমের কাব্যগ্রন্থ ফাগুন সুধা’র আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন হল আজ বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলায়। বুধবার গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের মোড়ক উন্মোচন মঞ্চে কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচন করেন সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনরা।
প্রকৃতি ও যাপিত জীবনের নানা আখ্যান অনুপম শব্দের ব্যঞ্জনায় মূর্ত হয়েছে সৈয়দা নাজমা বেগমের কবিতায়। সত্তরের দশক থেকে শিক্ষকতার সঙ্গে সমান্তরালে সাহিত্যচর্চায় ব্যপৃত সৈয়দা নাজমার কবিতা ইতিমধ্যেই রুচিশীল পাঠকদের প্রশংসা কুড়িয়েছে।
বুধবার ফাগুন সুধা’র পাঠ উন্মোচনে অংশ নিয়ে সৈয়দা নাজমা বেগমের কাব্যকৃতির নানা দিক তুলে ধরেন বিশিষ্ট কবি আসলাম সানী, জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ হাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও কবি বায়তুল্লাহ কাদেরী, কবি আবু নাসির খান তপন, কবি ও সাংবাদিক সৈয়দ মোকছেদুল আলম লিটন, প্রকৌশলী মোঃ হায়দার আলী, সাংবাদিক ও গবেষক আশরাফুল ইসলাম প্রমুখ।
বিষয়: #কবি সৈয়দা নাজমা বেগমের কাব্যগ্রন্থ ‘ফাগুন সুধা’র মোড়ক উ