শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ১৫ মাঘ ১৪৩১
Swadeshvumi
রবিবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » গাজীপুরে ‘অন্যস্বর’র কবিতা উৎসব রোববার আজ
প্রচ্ছদ » জাতীয় » গাজীপুরে ‘অন্যস্বর’র কবিতা উৎসব রোববার আজ
৪২২ বার পঠিত
রবিবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে ‘অন্যস্বর’র কবিতা উৎসব রোববার আজ

 ---

নিজস্ব প্রতিবেদক  

গাজীপুরে ‘কবিতার প্রতিবাদ প্রতিধ্বনিত হোক’ স্নোগানে কবিতা উৎসব অনুষ্ঠিত হবে আগামী রোববার । ওই দিন বিকেলে গাজীপুর প্রেসক্লাব বটতলায় এ উৎসবের আয়োজন করেছে সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘অন্যস্বর’।

উৎসবের আয়োজকরা জানান, ‘মূল্যবোধের অবক্ষয়ের বিরুদ্ধে সাংস্কৃতিক অনুষ্ঠান’ শীর্ষক এ কবিতা উৎসব আয়োজনের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে জেলা শিল্পকলা একাডেমি গাজীপুর। গাজীপুর প্রেসক্লাব ও গাজীপুর সিটি কর্পোরেশন এ  উৎসবকে সাফল্যমণ্ডিত করতে সার্বিক সহযোগিতা করছে।

অন্যস্বর  সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে  সংগীত ও নৃত্য, আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, গ্রন্থ উন্মোচন, একক ও বৃন্দ আবৃত্তি পরিবেশিত হবে উৎসবে। বিশিষ্ট আবৃত্তি শিল্পী রুপশ্রী চক্রবর্তী ও ইসরাত শিউলীসহ জাতীয় পর্যায়ের গুণী আবৃত্তি শিল্পীরা এতে আবৃত্তি করবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম শামসুন্নাহার। উদ্বোধন করবেন গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ। ‘মূল্যবোধের অবক্ষয়ের বিরুদ্ধে সাংস্কৃতিক অনুষ্ঠান’ শীর্ষক কবিতা উৎসবে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গবেষক ড. কাজল রশীদ শাহীন। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অসীম বিভাকর। সার্বিক বিষয়ে উপসংহার আলোচনা করবেন নেতাজি গবেষক ও বহুমাত্রিক ডটকমের প্রধান সম্পাদক মো. আশরাফুল ইসলাম।

অন্যস্বর এর সভাপতি সৈয়দ মোকছেদুল আলম লিটন বলেন, ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারির শেষ সপ্তাহে আমরা কবিতা উৎসবের আয়োজন করেছি। সাংস্কৃতিক চর্চাকে বেগবান করা এবং অন্যস্বর সংগঠনের আত্মপ্রকাশের লক্ষ্যে এ আয়োজন। চারটি সংগঠনের শিল্পীবৃন্দ ও জাতীয় পর্যায়ের আবৃত্তি শিল্পীরা আবৃত্তি পরিবেশন করবেন। পাশাপাশি গুণীজনদের সম্মাননা প্রদান করা হবে।

‘ঝিমিয়ে পড়া সাংস্কৃতিক কর্মকাণ্ডকে বেগবান করার মাধ্যমে অপসংস্কৃতির আগ্রাসনকে অবধমিত করে প্রগতির সমাজ বিনির্মাণ আমাদের লক্ষ্য। সংস্কৃতি ও মুক্তবুদ্ধির চর্চায় মুখ ফিরিয়ে নেওয়া তরুণ প্রজন্মকে নতুন করে জাগিয়ে তুলতে পারলে এই অচলায়তনকে ভেঙে ফেলা সম্ভব হবে বলে আমরা মনে করি। অন্যস্বরের আত্মপ্রকাশ ও কবিতা উৎসব সেই বাণী বহন করে সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে সক্ষম হবে বলে আমাদের বিশ্বাস’-যোগ করেন সৈয়দ লিটন।



বিষয়: #



আর্কাইভ