শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩১
Swadeshvumi
রবিবার ● ৫ মার্চ ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » ঐতিহাাসিক ৭ মার্চে চ্যানেল আই এর আয়োজন ‘রংতুলিতে মুক্তিযুদ্ধ’
প্রচ্ছদ » জাতীয় » ঐতিহাাসিক ৭ মার্চে চ্যানেল আই এর আয়োজন ‘রংতুলিতে মুক্তিযুদ্ধ’
৪৪২ বার পঠিত
রবিবার ● ৫ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঐতিহাাসিক ৭ মার্চে চ্যানেল আই এর আয়োজন ‘রংতুলিতে মুক্তিযুদ্ধ’

 ---

নিজস্ব প্রতিবেদক 

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবরেণ্য অর্ধশতাধিক চিত্রশিল্পীকে নিযে চ্যানেল আই-এবারও আয়োজন করতে যাচ্ছে ‘রং তুলিতে মুক্তিযুদ্ধ’। বরাবরের মতো এবারও অনুষ্ঠানটির ১৬তম আসরের আয়োজক আইএফআইসি ব্যাংক ও চ্যানেল আই।

অনুষ্ঠানটির ১৬তম আয়োজনের বিস্তারিত তথ্য তুলে ধরতে গতকাল শনিবার ( ৪ মার্চ) দুপুরে চ্যানেল আই স্টুডিওতে সংবাদ সম্মেলন করা হয়। এতে এবারের অনুষ্ঠানের বিশেষত্ব তুলে ধরে বক্তব্য রাখেন শিশুসাহিত্যিক ও চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের সহকারী নির্বাহী পরিচালক আমীরুল ইসলাম এবং আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান। তারা জানান, এ বছরের আয়োজনটি ২৬ মার্চের পরিবর্তে আগামী ৭ মার্চ চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। ওইদিন বেলা ১১টা ৫ মিনিটে নিজেরর রংতুলির আঁচড়ে ছবি এঁকে রঙতুলিতে বাংলাদেশ অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রখ্যাত চিত্রশিল্পী হাশেম খান।৷ অনুষ্ঠানে খ্যাতিমান চিত্রশিল্পীদের উপস্থিতিতে এবং তাদের রঙতুলির আঁচড়ে মহান মুক্তিযুদ্ধকে তুলে ধরা হবে। অনুষ্ঠানে ছবি আঁকবে শিশু-কিশোররাও। থাকবে প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে গান পরিবেশন করবেন তার সুরের ধারার শিল্পীরা।

---

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের ট্রাস্টি শাহ আলম সারওয়ার, চিত্রশিল্পী ও গ্যালারি চিত্রক এর সিইও মনিরুজ্জামান এবং দীর্ঘ ১৬ বছর ধরে অনুষ্ঠানটি যিনি উপস্থাপনা করছেন প্রখ্যাত অভিনেতা নির্মাতা, উপস্থাপক ও লেখক আফজাল হোসেন ।

অনুষ্ঠানে আফজাল হোসেন তার বক্তব্যে বলেন, ‘আমাকে সবাই চেনে একজন অভিনয় শিল্পী হিসেবে। তবে আমার পড়াশোনা ছবি আঁকা নিয়ে হওয়ায় এই বিষয়ে আমার আলাদা এক ধরনের দুর্বলতা রয়েছে। সেই দুর্বলতার কারণেই ১৬ বছর ধরে আমি আনন্দে ও সগৌরবে ‘রং তুলিতে মুক্তিযুদ্ধ’ অনুষ্ঠানটিতে যুক্ত রয়েছি। আমি অত্যন্ত গৌরব বোধ করি চ্যানেল আই এই ধরনের একটি অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে এবং প্রতি বছর সেটি সুন্দরভাবে করে আসছে।’

 ---

এসময় বিশিষ্ট চিত্রশিল্পী ও গ্যালারি চিত্রক এর সিইও মনিরুজ্জামান বলেন, ‘চ্যানেল আই হৃদয়ে ভালোবাসা নিয়ে বাংলাদেশকে ধারণ করে, মুক্তিযুদ্ধকে ধারণ করে, এদেশের সংস্কৃতিকে ধারণ করে। সে কারণে আমরা সমস্ত শিল্পীরা প্রতি বছর এই অনুষ্ঠানে ছুটে আসি এবং এই মিলনমেলায় রং তুলির আঁচরে একত্রিত হই।’

আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের ট্রাস্টি শাহ আলম সারওয়ার জানান, ‘একটি জাতির ভিত্তিমূলের রয়েছে তার সংস্কৃতি। আর সেই ভিত্তিমূলকে শক্তিশালী করতে পারলেই তাদের সাংস্কৃতিক চেতনা ততবেশি শক্তিশালী হয়। সেই চেতনা থেকেই প্রতি বছরের মতো চ্যানেল আইয়ের ‘রং তুলিতে মুক্তিযুদ্ধ’ অনুষ্ঠানটির পাশে আছে আইএফআইসি ব্যাংক। যেটি সত্যিই খুব গর্বের আইএফআইসি ব্যাংকের জন্য। কেননা নিজের দেশ, নিজের সংস্কৃতি, মুক্তিযুদ্ধের চেতনা সবই প্রকাশ পায় এই অনুষ্ঠানে, যেটি একজন বাঙ্গালীর কাছে অতি গর্বের।’

 ---

‘রং তুলিতে মুক্তিযুদ্ধ’ অনুষ্ঠানটির মূল পরিকল্পনাকারী এবং চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর জানান, ‘এটি চ্যানেল আইয়ের নিজস্ব কোন অনুষ্ঠান বলে মনে করি না, এটি সার্বজনীন। এই অনুষ্ঠানে শিল্পীদের মেলবন্ধনের পাশাপাশি রঙতুলির আঁচড়ে মুক্তিযুদ্ধের অনেক ছবি উঠে আসে।

 রং তুলিতে মুক্তিযুদ্ধ’ যে শুধুমাত্র ছবি আঁকা কেন্দ্রিক অনুষ্ঠান এমন নয়। এখানে গান থাকে, কবিতা থাকে, আবৃত্তি থাকে। আমাদের অনেক শিল্পীই আমাদের ছেড়ে চলে গেছেন তবে তাদের অনেক সৃষ্টি আমাদের এই ‘রং তুলিতে মুক্তিযুদ্ধ’ অনুষ্ঠানটিতে রয়ে গেছে। ১৬ বছর ধরে আফজাল হোসেন এই অনুষ্ঠানটি উপস্থাপনা করে যাচ্ছেন, যার ব্যতিক্রম এবছরও হবে না।”

 ---

অনুষ্ঠানে দুই প্রবীণ চিত্রশিল্পীকে সম্মাননা দেয়া হবে। এবার মনিরুল ইসলাম ও শহীদ কবীরকে বিশেষ সম্মাননা দেয়া হবে। চ্যানেল আইয়ের পর্দায় সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানটি চলবে দুপুর ১টা পর্যন্ত। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বিশিষ্ট নির্মাতা, অভিনেতা, উপস্থাপক ও লেখক আফজাল হোসেন। সংবকদ সম্মেলনে চিত্রশিল্পী আব্দুল মান্নান, চ্যানেল আইয়ের মিডিয়া উইং এর প্রধান অরুণ চৌধুরীসহ প্রতিষ্ঠানটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






আর্কাইভ