শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩১
Swadeshvumi
বৃহস্পতিবার ● ৯ মার্চ ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » সারাদেশে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন
প্রচ্ছদ » জাতীয় » সারাদেশে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন
২৬৪ বার পঠিত
বৃহস্পতিবার ● ৯ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সারাদেশে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

---
বিশেষ প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা, দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজধানী ঢাকাসহ সারাদেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ঐতিহাসিক ৭ই মার্চ। ১৯৭১ সালের ৭ই মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের দিনটি উদযাপনে রাষ্ট্রীয় কর্মসূচির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

---

মঙ্গলবার ভোরে ঢাকার ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনসহ দেশব্যাপী আওয়ামী লীগের দলীয় কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিবসের কর্মসূচি। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতির পিতার দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি পুষ্পস্তবক অর্পণ করেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি জাতির পিতার প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরূপ তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এরপর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে দলটির পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ড. আব্দুর রাজ্জাক, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান ও ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক ড.হাছান মাহমুদ, মাহবুবু-উল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন ও সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

---

এরপর ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণসহ দলের সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থক এবং সর্বস্তরের মানুষ সারিবদ্ধভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। এছাড়াও বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী যুবলীগ, বাংলাদেশ কৃষক লীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, জাতীয় শ্রমিক লীগের নেতা ও কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে ওইদিন বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনিস্টিউট মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমন্ডলীর ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, সভাপতিণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান,কামরুল ইসলাম ও ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ ও আ ফ ম বাহাউদ্দীন নাছিম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে সভায় মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর বক্তব্য রাখেন।

এর আগে দুপুরে রাজধানীর কাকরাইলে তথ্য ভবনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজন করে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ অনুষ্ঠানমালা’ শীর্ষক এক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব মো: হুমায়ুন কবীর খোন্দকার, অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদ এবং বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক জাফর ওয়াজেদ।

মঙ্গলবার বাদ যোহর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী সকল শহীদের রূহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয় ও জেলা কার্যালয়, ৫০ টি ইসলামিক মিশন, ৭টি ইমাম প্রশিক্ষণ একাডেমিতে জাতীয় পতাকা উত্তোলন ও মোনাজাত করা হয়।

অন্যদিকে শিল্প মন্ত্রণালয়, ডাক ও টেলিয়োগাযোগ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ৭মার্চ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা, জাতীয় পতাকা উত্তোলন, চিত্রাংঙ্কন, আবৃত্তি প্রতিযোগিতাসহ নানা কর্মসূচিতে সারাদেশেও দিবসটি উদযাপন করা হয়। এছাড়া সরকারের নির্দেশনা বাস্তবায়নে ৭ মার্চে জাতীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে ইংলিশ মিডিয়াম স্কুলসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার, সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ নিজস্ব কর্মসূচি প্রণয়ন করে দিবসটি উদযাপন করে।

৭ই মার্চের সকালে বন্দরনগরী চট্টগ্রামে শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া বরিশাল, সিলেট, খুলনা, রংপুর, ময়মনসিংহ, টাঙ্গইল, কুমিল্লা, কুড়িগ্রাম, লালমনিরহাট, লক্ষ্মীপুর ও রাঙ্গামাটিসহ বিভিন্ন জেলায় প্রশাসন, রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে সভা-সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়।



বিষয়: #



আর্কাইভ