শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩১
Swadeshvumi
বৃহস্পতিবার ● ৯ মার্চ ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
প্রচ্ছদ » জাতীয় » আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
২৫৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ৯ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

---

বিশেষ প্রতিনিধি

‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’- এমন প্রতিপাদ্য নিয়ে সারা বিশ্বের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। নারীর সম-অধিকার প্রতিষ্ঠায় ১৯১৪ সাল থেকে বিভিন্ন দেশ দিবসটি পালন করে আসছে। ১৯৭৫ সাল থেকে জাতিসংঘের ঘোষণা অনুযায়ী এই দিনটি ‘আন্তর্জাতিক নারী দিবস’ হিসেবে পালন করা হয়ে থাকে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রতিবারের মতো এবারো আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণীতে তারা বিশ্বের সব নারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

নারী দিবস গতকাল বুধবার সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন নানান কর্মসূচি বাস্তবায়ন করে। দিবসটি উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বেলা আড়াইটায় এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

নারীদের জন্য বিনামূল্যে ‘স্তন ও জরায়ুমুখের ক্যান্সার’ পরীক্ষা ও সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করেছে হেলথ অ্যান্ড হোপ হাসপাতাল। বেলা সাড় ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ওই হাসপাতালে চলে ওই কর্মসূচি।

এছাড়া দিবসটি উপলক্ষে রাজধানীর লালমাটিয়ায় কমিউনিট অনকোলজি সেন্টারের উদ্যোগে স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজ বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বিনামূল্যে নারী চিকিৎসকদের মাধ্যমে এই পরীক্ষা কার্যক্রম চলবে।

প্রতি বছর দিবসের প্রথম প্রহরে মোমবাতি জ্বালিয়ে আঁধার ভাঙার শপথ নেয় আমরাই পারি জোট। কিন্তু এ বছর ৮ মার্চ শবেবরাতে সরকারি ছুটি থাকায় এ আয়োজন রাখা হয়নি। এছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এই ছুটির কারণে নারী দিবসের কর্মসূচি এবার ৯ মার্চে বাস্তবায়ন করছে।

সামাজিক প্রতিরোধ কমিটি তাদের ৮ মার্চ যে আয়োজন বাস্তবায়ন করছে আজ ৯ মার্চ। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বেলা আড়াইটায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যালি আলোজন করা হয়েছে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ ‘ডিজিটাল : ইনোভেশন এ- টেকনোলজি ফর জেন্ডার ইকুয়ালিটি’ বিষয়ক আলোচনা সভার আয়োজন করেছে জাতীয় প্রেসক্লাব। বিকেল ৩টায় জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এই সভায় সাইবার নিরাপত্তা বিষয়ে প্রশ্নোত্তর পর্বে জবাব দেবেন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ জনাব তানভীর জোহা। রাজধানীর সেগুন বাগিচা এলাকায় আজ সকাল ১০টায় শোভাযাত্রা বের করবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। পরে নসরুল হামিদ মিলনায়নে বেলা ১১টায় আলোচনা সভা এবং নারী দিবসের বার্ষিক সংকলন ‘কণ্ঠস্বর’-এর মোড়ক উন্মোচন করা হবে।

দিবসটি নারীপক্ষসহ ৫২টি সংগঠন পালন করবে ‘সন্তানের ওপর মায়ের অভিভাবকত্বের অধিকার’ প্রতিপাদ্য নিয়ে। ১১ মার্চ সকাল সাড়ে ৮টায় রমনা পার্কের অরুণোদয় গেটের সামনে জমায়েত হয়ে শুরু হবে পদযাত্রা। পদযাত্রা শেষে সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর ১২টা পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন দিবসটি উপলক্ষে নানান কর্মসূচি পালন করা হচ্ছে।



বিষয়: #



আর্কাইভ