শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১
Swadeshvumi
মঙ্গলবার ● ২৮ মার্চ ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » বিএনপিকে আলোচনার আমন্ত্রণ কোন কূটকৌশল নয়: সিইসি
প্রচ্ছদ » জাতীয় » বিএনপিকে আলোচনার আমন্ত্রণ কোন কূটকৌশল নয়: সিইসি
২২৩ বার পঠিত
মঙ্গলবার ● ২৮ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিএনপিকে আলোচনার আমন্ত্রণ কোন কূটকৌশল নয়: সিইসি

গতকাল মঙ্গলবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

বিএনপিকে ইসির চিঠি 

বিশেষ প্রতিনিধি

বিএনপিকে আলোচনার আমন্ত্রণ জানিয়ে সম্প্রতি নির্বাচন কমিশনের দেওয়া চিঠি নিয়ে রাজনৈতিক অঙ্গনসহ নানা মহলেই চলছে আলোচনা-সমালোচনা। তবে ইসির চিঠির কোন জবাব এখনও দেয়নি বিএনপি। এমন প্রেক্ষাপটে বিএনপিকে আমন্ত্রণ জানানোর কারণ ব্যাখ্যা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

এ প্রসঙ্গে গতকাল মঙ্গলবার (২৮ মার্চ) নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন সিইসি বলেন, ‘বিএনপিকে আমন্ত্রণ সংলাপের জন্য চিঠি দেয়া হয়নি, আমন্ত্রণ জানানো হয়েছে অনানুষ্ঠানিকভাবে আলোচনার জন্য। আমরা ওনাদের সংলাপে ডাকিনি। সুস্পষ্টভাবে বলেছি- আনুষ্ঠানিক না হলেও, অন্তত অনানুষ্ঠানিক আলোচনায় আপনারা আসতে পারেন। অত্যন্ত বিনীতভাবে তাদের এই আহ্বান করেছি। এমনকি দলটিকে এই আমন্ত্রণ জানানো সরকারের কোন কূটকৌশলের অংশ নয়। তবে কেউ যদি এটাকে কূটকৌশল হিসেবে মনে করতে চান সেটা ঠিক নয়।

গতকাল মঙ্গলবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

আমি আপনাদের মাধ্যমে পুরো জাতিকে অবহিত করতে চাই, আশ্বস্ত করতে চাই- এই পত্রের সঙ্গে সরকারের কোনও সংস্রব নেই, সংশ্লিষ্টতা ছিল না। আর যদি কোন কৌশল হয়ে থাকে সেটা সরকারের নয়, নির্বাচন কমিশনের কৌশল। সরকারের কোন পরামর্শেও এই চিঠি দেওয়া হয়নি। আর নির্বাচন কমিশন কখনও কূটকৌশল হিসেবে এই কাজটি করেনি।’

কাজী হাবিবুল আউয়াল আরও বলেন, ‘আপনাদের এটুকু জানিয়ে রাখি- যদি কোনো ভুলবোঝাবুঝি হয়ে থাকে, সেটা যেন নিরসন হয়। চিঠি কমিশন থেকে দেওয়া হয়েছে। সরকারের পরামর্শ অনুযায়ী নয়। আমরা ব্যথিত হই যখন বলা হয়, সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করি, আজ্ঞা বহন করিনি। কমিশন বৈঠকে নির্বাচন বিষয় নিয়ে আলাপ করে সিদ্ধান্ত নেয়া হয়- বিএনপির মতো দলকে নির্বাচনে আনতে পারলে ভালো হয়।’

কৌশল থাকলেও বিএনপির সঙ্গে আলোচনার আগ্রহের কথা জানান সিইসি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা বলেছি, আপনাদের (বিএনপির) কৌশল থাকলে তার ওপর ইসির কোন মন্তব্য থাকবে না। তারপরও আমরা আলোচনা করতে চাই আপনাদের সঙ্গে। ফল ইতিবাচক হতেও পারে, নাও হতে পারে। প্রয়াস থাকবে। প্রয়াস গ্রহণ করতে বাধা থাকা উচিত নয়।’

বিএনপিকে আলোচনার আমন্ত্রণ জানিয়ে চিঠি দেওয়ার পাঁচ দিন পর মঙ্গলবার এ বিষয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়। এতে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, মো. আলমগীর, রাশেদা সুলতানা ও আনিছুর রহমান উপস্থিত ছিলেন।



বিষয়: #



আর্কাইভ