শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ন ১৪৩১
Swadeshvumi
বুধবার ● ২৯ মার্চ ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » মুক্তিযোদ্ধা নূরে আলম সিদ্দিকী আর নেই
প্রচ্ছদ » জাতীয় » মুক্তিযোদ্ধা নূরে আলম সিদ্দিকী আর নেই
২৯৫ বার পঠিত
বুধবার ● ২৯ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মুক্তিযোদ্ধা নূরে আলম সিদ্দিকী আর নেই

---
বিশেষ প্রতিনিধি

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের আহ্বায়ক ও ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য নূরে আলম সিদ্দিকী ইন্তেকাল করেছেন। গতকাল বুধবার ভোর ৪টা ৩৭ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। নূরে আলম সিদ্দিকী স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নূরে আলম সিদ্দিকীর ছেলে তাহজীব আলম সিদ্দিকী বর্তমানে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
নূরে আলম সিদ্দিকীর প্রেস সচিব কবি ও বাচিক শিল্পী অনিকেত রাজেশ পরে সাংবাদিকদের জানান, সকাল ১০টায় তার মরদেহ হেলিকপ্টারে করে ঝিনাইদহে নেওয়া হয়। সেখানে স্থানীয় জনসাধারণের শ্রদ্ধা নিবেদন ও জানাজার পর তাকে পুনরায় ঢাকায় আনা হয়। বাদ আসর গুলশানের আজাদ মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় মুক্তিযোদ্ধা নূরে আলম সিদ্দিকীকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। এরপর সাভারে নিজের করা মসজিদের পাশে তাকে দাফন করা হয়।
মুক্তিযুদ্ধের চার খলিফা খ্যাত জ্যেষ্ঠ নেতা নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলাদা শোকবার্তায় তারা নূরে আলম সিদ্দিকীর আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় প্রধানমন্ত্রী তার স্মৃতিচারণ করে বলেছেন- নুরে আলম সিদ্দিকী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের প্রতি অবিচল থেকে আইয়ুব বিরোধী আন্দোলন, ছয়-দফা আন্দোলন এবং ’৭০-এর নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে জাতির এই সাহসী সন্তানের অবদান পরবর্তী প্রজন্ম চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে। প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শোক বার্তায় তারা বলেন, সত্তরের দশকের তুখোড় ছাত্রনেতা নূরে আলম সিদ্দিকী আমাদের মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ও গৌরবময় ভূমিকা রেখেছেন। ছয় দফা আন্দোলন, ভাষা আন্দোলনসহ আমাদের স্বাধীনতা সংগ্রামের আন্দোলনগুলোতে তার সক্রিয় ভূমিকা ও অবদানের কথা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
মুক্তিযোদ্ধা নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। সংগঠনটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত ওই শোক বিবৃতিতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও ঝিনাইদেহ ২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নুরে আলমের মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এছাড়াও নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে শোক জানিয়েছে- তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন, আমু, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আব্দুল হাই, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সাইদুল করিম মিন্টু, জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপুসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
শোক বিবৃতিতে তারা নূরে আলম সিদ্দিকীর রুহের মাগফেরাত এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন, নূরে আলম সিদ্দিকী এদেশের ইতিহাসের এমন এক কিংবদন্তি যাকে ছাড়া বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস লেখা সম্ভব নয়। আমাদের জাতীয় স্বাধিকার আন্দোলন এবং মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে তার ভূমিকা অনস্বীকার্য। ছয় দফা আন্দোলন, ভাষা আন্দোলনসহ আমাদের স্বাধীনতা সংগ্রামের আন্দোলনগুলোতে তার সক্রিয় ভূমিকা ও অবদানের কথা জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।



বিষয়: #



আর্কাইভ