শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১
Swadeshvumi
বৃহস্পতিবার ● ৩০ মার্চ ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » রোডম্যাপ বাস্তবায়নে কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে: ইসি সচিব
প্রচ্ছদ » জাতীয় » রোডম্যাপ বাস্তবায়নে কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে: ইসি সচিব
২৫৭ বার পঠিত
বৃহস্পতিবার ● ৩০ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রোডম্যাপ বাস্তবায়নে কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে: ইসি সচিব

---

সংসদ নির্বাচনের প্রস্তুতি

# রিটার্নিং কর্মকর্তা আসনভিত্তিক নয়, জেলাভিত্তিতে নিয়োগ হবে

বিশেষ প্রতিনিধি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এবং কমিশন ঘোষিত রোডম্যাপ বাস্তবায়নে মাঠ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল বৃহস্পতিবার (৩০ মার্চ) নির্বাচন ভবনের অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় ইসি কর্মকর্তাদের এসব নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে সভায় নির্বাচন কমিশনার আহসান হাবিব, রাশেদা সুলতানা, মো. আলমগীর, আনিছুর রহমানসহ ইসি সচিবালয়ের কর্মকর্তা এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

কমিশনের মাসিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব আরও জানান, রোডম্যাপ থেকে যেন সচিবালয়ের কর্মকর্তারা কোনভাবেই পিছিয়ে না পড়ে আলোচনায় সে বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া হয়। তিনি বলেন, ‘নির্বাচনের আপ টু বটম, মালামাল ক্রয় থেকে শুরু করে ভোটকেন্দ্র স্থাপন পর্যন্ত সকল বিষয়ের ওপর তারা রোডম্যাপ অনুযায়ী নির্দেশনা দিয়েছেন যে কোন কোন বিষয়ে আমরা পিছিয়ে আছি। মাঠ পর্যায় থেকে আমরা জানতে চেয়েছি ব্যালট বক্সগুলো কোথায় আছে, কীভাবে আছে, সেগুলো যাচাই করে তারা আমাদের রিপোর্ট দেবে। বাস্তবিক অর্থেই এগুলো ইসির অভ্যন্তরীণ কাজ।

আরপিও সংশোধনীতে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ প্রসঙ্গে ইসি সচিব বলেন, ‘আরপিও নিয়ে মন্ত্রিসভার বৈঠক হয়েছে। সেখানে নীতিগত অনুমোদন হয়েছে। বলা হয়েছে যে প্রস্তাবনাগুলো আছে সেগুলো আইন মন্ত্রণালয় আরও পুঙ্খানুপুঙ্খভাবে দেখবে। তারপর পরবর্তী সভায় উত্থাপন করবে। কোন অংশ বাতিল বা কোনটা রাখা হবে সেটা কিন্তু নীতিগত অনুমোদনের সময় সিদ্ধান্ত দেওয়া হয় না। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের বিষয়ে গণমাধ্যমে অনেকেই ভুল ব্যাখ্যা দিচ্ছেন। দুটো বিষয়ে ভিন্ন রকম প্রতিবেদন এসেছে।’

তিনি জানান, জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে রিটার্নি কর্মকর্তা নিয়োগ আসন ভিত্তিক নয়, জেলা ভিত্তিতে করা হবে তিনি জানান, আগে আইনে জেলা শব্দটি ছিল, এখন সেখানে আসন শব্দটি যোগ করার প্রস্তাব করা হয়েছে। এটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হচ্ছে। প্রকৃত বিষয় হচ্ছে এরকম- আমরা যখন জাতীয় সংসদ নির্বাচন করি তখন সেখানে একটা জেলার ক্ষেত্রে একজন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হয়, যিনি জেলা প্রশাসক বা অন্য কেউ হতে পারেন। তখন তার জেলার আওতাধীন যতগুলো আসন থাকে, ততগুলো আসনের কার্যক্রম তদারকি করেন। আবার যখন উপ-নির্বাচন করি তখন একটা জেলার চারটা আসনের একটি যদি উপ-নির্বাচন হয়, তখন রিটার্নিং কর্মকর্তা কিন্তু ওই একটি আসনের জন্য নিয়োজিত হন। তার কার্যক্রম ওই একটি আসনভিত্তিক হয়ে থাকে।

ইসি সচিব জানান, যদি কোথাও গুরুতর অনিয়মের কারণে নির্বাচন স্থগিত করতে হয়, নির্বাচন কমিশন যেন সেটা করতে পারেন এটা আগে থেকে বলা আছে। এখন বলা হয়েছে, কোনও একটি ফলাফল তৈরির সময় রিটার্নিং কর্মকর্তা বিবরণী কমিশনে পাঠাবে। তখন যদি গুরুতর কোনও অনিয়ম হয় তখন নির্বাচন কমিশন যথাযথ তদন্ত করবে। তদন্তে যদি মনে হয় গুরুতর অপরাধে ফলাফল সঠিকভাবে প্রতিফলিত হয় নাই, তখন তারা বাতিল করতে পারবেন। এখানে গেজেট-প্রজ্ঞাপনের পরে বাতিল কথাটা কিন্তু না।

পাঁচ সিটি করপোরশনের ভোট প্রসঙ্গে ইসি সচিব বলেন, ‘পরবর্তী কমিশন বৈঠকে ৫ সিটির ভোটের সিদ্ধান্ত হতে পারে। নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়া  ওই সিটি করপোরেশনগুলো হলো- গাজীপুর, রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশাল। এর আগে গত ১৫ মার্চ কমিশনের ১৬তম বৈঠকের পর ইসি থেকে জানানো হয় আগামী ২৩ থেকে ২৯ মে ওই পাঁচ সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে এসএসসি পরীক্ষার পরপরই গাজীপুর সিটি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

এদিকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন সার্ভারে অনুপ্রবেশ ঠেকাতে মাঠ কর্মকর্তাদের হুঁশিয়ার করেছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে সব উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তাকে নিজের ইউজার আইডি ও পাসওয়ার্ড ও ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) কারো কাছে না দেওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এর কোন ব্যত্যয় হলে সব দায় সংশ্লিষ্ট কর্মকর্তাকেই নিতে হবে বলে সতর্ক করা হয়েছে। এনআইডি অনুবিভাগের সিস্টেম অ্যানালিস্ট ইনফরমেশন সিস্টেম ব্যবস্থাপনা অধিশাখার প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম জানিয়েছেন, এসব নির্দেশনা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পাঠানো হয়েছে।



বিষয়: #



আর্কাইভ