শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১
Swadeshvumi
বুধবার ● ৫ এপ্রিল ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » গাজীপুরসহ পাঁচ সিটি ভোটের তারিখ ঘোষণা
প্রচ্ছদ » জাতীয় » গাজীপুরসহ পাঁচ সিটি ভোটের তারিখ ঘোষণা
২৫১ বার পঠিত
বুধবার ● ৫ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরসহ পাঁচ সিটি ভোটের তারিখ ঘোষণা

---

* গাজীপুরে ২৫ মে, খুলনা ও বরিশাল ১২ জুন, রাজশাহী ও সিলেটে ২১ জুন ভোটগ্রহণ 

* একটি উপজেলা ও দুটি পৌরসভায় ১২ জুন, তিন পৌরসভায় ভোট ২১ জুন 

* সিটি ও পৌরসভায় ভোট হবে ইভিএমে, থাকবে সিসি ক্যামেরা 

বিশেষ প্রতিনিধি

গাজীপুর, রাজশাহীসহ পাঁচ সিটি করপোরেশন ও পাঁচটি পৌরসভা ও একটি উপজেলা নির্বাচনের ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সোমবার (৩ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ইসির ১৭তম কমিশন সভা শেষে এসব সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

তিনি জানান, কমিশন সভায় সিদ্ধান্ত অনুয়ায়ি গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আগামী ২৫ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া খুলনা ও বরিশাল সিটিতে ১২ জুন এবং রাজশাহী-সিলেট সিটিতে ২১ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব নির্বাচনে ভোট নেয়া হবে  ইভিএমে সেই সাথে থাকবে সিসি ক্যামেরাও। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ হবে অনুষ্ঠিত হবে। এসব সিটি নির্বাচনে ইসির নিজস্ব কর্মকর্তারা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, গাজীপুর সিটির ভোটে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ এপ্রিল। আর বাছাই হবে ৩০ এপ্রিল।  প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৮ মে আর ভোট গ্রহণ ২৫ মে। খুলনা ও বরিশাল সিটিতে ভোটের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৬ মে, বাছাই ১৮ মে, প্রত্যাহারের শেষ সময়  ২৫ মে ও ভোট অনুষ্ঠিত ১২ জুন।

রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে। এই দুই সিটিতে মনোনয়ন পত্র বাছাই হবে ২৫ মে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১ জুন। আর এই দুই সিটিতে ভোট গ্রহণ করা হবে ২১ জুন।

পাঁচ পৌর ও এক উপজেলায় ভোট ১২ ও ২১ জুন। আগামী ১২ জুন একটি উপজেলা ও দুটি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আর তিনটি পৌরসভায় ২১ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, ময়মনসিংহের তারাকান্দা উপজেলা, কক্সবাজার সদর পৌরসভা ও নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে ১২ জুন। এছাড়া বগুড়ার তালোড়া পৌরসভা, টাঙ্গাইলের বাসাইল পৌরসভা ও নারায়ণগঞ্জের গোলাপদী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ২১ জুন। ইসি সচিব বলেন, সংশ্লিষ্ট পৌরসভা নির্বাচনি এলাকার পার্শ্ববর্তী জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।



বিষয়: #



আর্কাইভ