শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ১৫ মাঘ ১৪৩১
Swadeshvumi
শুক্রবার ● ৭ এপ্রিল ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » ঢাকার বিভিন্ন স্থানে চলছে জমজমাট ঈদমেলা
প্রচ্ছদ » জাতীয় » ঢাকার বিভিন্ন স্থানে চলছে জমজমাট ঈদমেলা
৩৯১ বার পঠিত
শুক্রবার ● ৭ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকার বিভিন্ন স্থানে চলছে জমজমাট ঈদমেলা

 ---

রাজধানীতে ঈদের কেনাকাটা

* মেলায় অংশগ্রহণকারী বেশিরভাগ স্টলের উদ্যোক্তা নারী 

* ক্রেতা সমাগম ভালো থাকলেও, বিক্রি নিয়ে হতাশ অনেকে 

শাহনাজ পারভীন এলিস

রাজধানীর রামপুরার বনশ্রীতে চলছে মাসব্যাপী ঈদ শপিং মেলা। ঋক্ষশৈলী ইভেন্ট প্লানার এবং সেনেটার এক্সপো মেলার যৌথ উদ্যোগে ষষ্ঠবারের মতো আয়োজিত এই মেলায় রয়েছে শাড়ি, কামিজ, থ্রি পিস, গহনা, ব্যাগ ও হোমমেড খাবারসহ বিভিন্ন ধরনের অর্গানিক পণ্য। নানা শ্রেণিপেশার মানুষের রুচি ও চাহিদাকে বিবেচনা করেই মেলাটির আয়োজন বলে জানান আয়োজকরা।

গতকাল বৃহস্পতিবার মেলায় গিয়ে কথা হয় সেখানে কেনাকাটা করতে আসার বাড্ডা এলাকার গৃহিনী আফরিন সুলতানার সাথে। মেলায় কেন আসা জিজ্ঞেস করতেই তিনি বললেন, ‘মেলায় একই ছাদের নিচে অনেক স্টলের পণ্য দেখার সুযোগ হয়। ঈদ উপলক্ষে এসব দোকানে আবার বিশেষ ছাড়ও থাকে। তাই সুলভ মূল্যে ভালো পণ্য পেতেই মেলা থেকে কেনাকাটা করি।’

ঋক্ষশৈলীর সুলতানা মুক্তা বলেন, এবারের মেলার আমরা বিভিন্ন পণ্যের ৩০টি স্টল সাজিয়েছি। আসলে যেসব ক্ষুদ উদ্যোক্তা বিভিন্ন মার্কেট প্লেসে স্টল বা দোকান নিতে পারেন না, কিন্তু তারা তাদের পণ্যের পরিচিতি চান, আমরা সেই উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনের সুযোগ করে দিতেই মেলা আয়োজন করি। পঞ্চম রমজান (২৮ মার্চ) শুরু হওয়া প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এই মেলা চলবে চাঁদ রাত পর্যন্ত।

---

এদিকে ধানমণ্ডি এলাকার সাইয়েদিনা কমিউনিটি সেন্টারেও নারী উদ্যোক্তাদের চলছে মেলা। আজ থেকে মাইডাস সেন্টারে (৭ এপ্রিল, শুক্রবার) ধানমন্ডি-২৭ এর মাইডাস সেন্টারে হার ই-ট্রেড এর উদ্যোগে আয়োজন করা হয়েছে দেশীয় পণ্যসম্ভার নিয়ে দুই দিনব্যাপী প্রদর্শনী ও মেলা।

হার ই-ট্রেড সভাপতি ওয়ারেছা খানম প্রীতি সংবাদ সারাবেলাকে জানান, দু’দিনের এই মেলায় অংশ নিচ্ছেন ৬০ জন নারী উদ্যোক্তা। শুক্রবার দুপুরে এই মেলায় উদ্বোধন করবেন ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের কান্ট্রি ইকোনমিস্ট নাজনীন আহমেদ এবং প্রখ্যাত অভিনেতা, লেখক ও শিল্পী আফজাল হোসেন ও তার সহধর্মিনী তাজীন হালিম। সমাপনী দিবসে দুপুর ১২টায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস।

এছাড়া ধানমণ্ডির রাপা প্লাজায় প্রতিবারের মতো এবারও জয়ীতার উদ্যোগে চলছে মাসব্যাপী ঈদ মেলা। ঈদ উপলক্ষে ভবনটির ৪র্থ ও ৫ম তলায় একশ’রও বেশি স্টলে রকমারি পণ্যের পসরা সাজিয়ে বসেছেন নারী উদ্যোক্তারা। বিক্রি কেমন হচ্ছে জানতে চাইলে কয়েকজন বললেন, বিক্রি নিয়ে আমরা এখনো হতাশ। মানুষ এবার কিনছে কম। তবে রমজানের শেষ দশদিন বিক্রি বাড়বে এমন আশাবাদ তাদের। জয়ীতার ফ্লোর ইনচার্জ মামুন খন্দাকার জানান, ঈদ উপলক্ষে এক হাজার টাকার পণ্য কিনলে র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে মোটরসাইকেলসহ বিশেষ ক্রেতাদের জন্য বিশেষ উপহার সামগ্র দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।

---

ঈদের খুশিতে শপিয় করুন মন খুলে- এমন স্লোগানে বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারে আরন ক্লথিংস এর উদ্যোগে হয়ে গেলো দুদিন ব্যাপী ঈদ শপিং মেলা। ৩৫ জন নারী উদ্যোক্তার সমন্বয়ে এই মেলায় মূলত প্রদর্শন কর হয়েছে- দেশী কাপর, গহনা ও দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় নানা আসবাবপত্র। মেলায় ক্রেতাদের আকৃষ্ট করতে বিশেষ মূল্যহ্রাস দেয়া হয় বলে জানান আয়োজকরা।

তেত্রিশ জন নারী উদ্যোক্তাকে নিয়ে গত ১ এপ্রিল রাজধানী ঢাকার বেইলী রোড এলাকায় হয়ে গেলো ঈদ মেলা। কাপড়-গহনা ও দৈনন্দিন জীবনে নানা জিনিস নিয়ে আয়োজিত এই মেলার নারী উদ্যোক্তারা ‘রানী মৌমাছির দল’ নামের একটি ই কমার্স গ্রুপের অংশ। মেলার আয়োজক ছিলেন রানী মৌমাছির দলের পরিচালক তামান্না সেতু, শাবনাম তৃপ্তি ও আবু ইউসুফ। মেলার সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিলেন, বুটিক এন্ড বিউটি এঞ্জেল বুটিক বাই শাবনাম (ঘণঈ) ইভাঙ্কা, টিজিবি।

তিনদিন ব্যাপী এই মেলায় মূলত প্রদর্শন করা হয়- দেশী কাপর, গহনা ও দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় নানা আসবাবপত্র। মেলায় অংশগ্রহণকারী ইকমার্স বিজনেস পেইজগুলো হলো- ফারাহ্স ওয়ার্ল্ড, জোহরাস ক্রিয়েটিভ কর্ণার, ধবল, ট্রেন্ডিলুক, সিম্মির সিন্ধুক, পাঞ্জেহ, বৈচিত্র গ্যালারী, সিন্ধু, বিদ্যাসাথী, বনিতা, চারুতমা, নোরাইজ ক্লোসেট, টাঙ্গাইল কুকবুক, পোশাক বাই টারনাস, মাধবী ফ্যাশান, আঞ্জুমস, লাটিম, সিম্পফোনি বাই বিডস, পাহাড়ী, ধ্রুবর খেলাঘর, আনন্দম, এঞ্জেল বুটিক বাই শাবনাম,  জুম ঘর, জরিন, রাওজাহ্, সূর্যাভা, ব্রিটেইন বাজার, স্টাইল ফিলপ, গুলশান ওয়ার্ল্ড বুটিক এন্ড ট্রেনিং সেন্টার।



বিষয়: #



আর্কাইভ