শুক্রবার ● ২৮ এপ্রিল ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » তিতাসের পরিচালক হলেন প্রকৌশলী তন্ময় আহমেদ
তিতাসের পরিচালক হলেন প্রকৌশলী তন্ময় আহমেদ
নিজস্ব প্রতিবেদক
তিতাস গ্যাস কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তন্ময় আহমেদ।
গত মঙ্গলবার (২৫ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
তন্ময় আহমেদের জন্ম গাইবান্ধার পলাশবাড়ী এলাকায়। তিনি প্রাথমিক পর্যায়ের লেখাপড়া করেন আইআর প্রি-ক্যাডেট হাইস্কুলে। ছোটবেলা থেকেই ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখতেন তন্ময় আহমেদ। তার কলেজ জীবন কাটে রাজধানীর সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজে। এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়ে পাস করেন তিনি। তারপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সুযোগ পান সিভিলে।
ছাত্রজীবনেই তিনি রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। ২০১১ সালে বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান তন্ময়। বর্তমানে আওয়ামী লীগের ওয়েব টিমের সমন্বয়ক হিসেবে কাজ করছেন তিনি।
বিষয়: #তিতাসের পরিচালক হলেন প্রকৌশলী তন্ময় আহমেদ