শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১
Swadeshvumi
বুধবার ● ১৭ মে ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে বাঙালি এখন অদম্য জাতি
প্রচ্ছদ » জাতীয় » শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে বাঙালি এখন অদম্য জাতি
২৭২ বার পঠিত
বুধবার ● ১৭ মে ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে বাঙালি এখন অদম্য জাতি

---

ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভায় বক্তারা

নিজস্ব প্রতিবেদক

 শত প্রতিকূলতাকে পেছনে ফেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব মানচিত্রে বাঙালি এখন অদম্য জাতি হিসেবে স্থান করে নিয়েছে। ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের আয়োজিত তিনি যদি ফিরে না আসতেনশীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেন বিশিষ্টজনেরা।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার (১৬ মে) কলাবাগানের বশিরউদ্দিন রোডে পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের পরিচালক অধ্যাপক . মো. সাজ্জাদ হোসেন।

---

আলোচনায় সাজ্জাদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ এবং বাঙালি এখন মর্যাদাসম্পন্ন অদম্য জাতি। তার মতো মানবিক নেতা বিশ্বে বিরল। কারণ এদেশে ১৭ কোটি জনসংখ্যার চাপ থাকার পরও তিনি রোহিঙ্গাদের  আশ্রয় দিয়েছেন। অথচ প্রভাবশালী অন্য প্রতিবেশী দেশগুলো তাদের আশ্রয় দেয়নি। শেখ হাসিনার সরকার জনসংখ্যার চাপ সামাল দেয়ার পাশাপাশি জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে কাজ করছে। দেশের সম্পদকে কাজে লাগাতে নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- বশেফমুবিপ্রবি প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর . সৈয়দ শামসুদ্দিন আহমেদ।

---

ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. আলাউদ্দিনের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সরদার মাহামুদ হাসান রুবেল। ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দসহ মহানগরীর বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতারা সভায় উপস্থিত ছিলেন

সভায় বাংলা চলচ্চিত্রেরমিয়াভাই’ খ্যাত কিংবদন্তি চিত্রনায়ক বীর মুক্তিযোদ্ধা এবং ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর পাঠান ফারুকের মৃত্যুতে শোক প্রকাশ এবং এক মিনিট নিরবতা পালন করা হয়। সভা শেষে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক . মো. সাজ্জাদ হোসেন তার প্রকাশিত দুটি গ্রন্থ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে উপহার দেন।






আর্কাইভ