বৃহস্পতিবার ● ২৫ মে ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » আচরণবিধি লঙ্ঘনের দায়ে কাউন্সিলর প্রার্থীর প্রার্থিতা বাতিল
আচরণবিধি লঙ্ঘনের দায়ে কাউন্সিলর প্রার্থীর প্রার্থিতা বাতিল
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন
নিজস্ব প্রতিবেদক
‘নৌকা ছাড়া কাউকে ভোটকেন্দ্রে আসতে দিবে না’ এমন ত্রাস সৃষ্টি ও ভীতিমূলক বক্তব্য দেওয়ায় গাজীপুর সিটির ৪০ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আজিজুর রহমানের প্রার্থীতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)৷ বুধবার বেলা তিনটায় নির্বাচন ভবনে হাজির হয়ে ব্যাখা দেওয়ার পর নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
মঙ্গলবার ২৪ মে ইসির এক বিজ্ঞপ্তি বলা হয়, গত ২২ মে সন্ধ্যা ৭টায় গাজীপুর সিটির ৪০নং ওয়ার্ডে অবস্থিত পুবাইল এলাকার কলের বাজার নামক স্থানে মিছিল ও জনসভা করেন ৪০নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জনাব মো. আজিজুর রহমান। জনসভায় “ নৌকা ছাড়া কাউকে ভোট কেন্দ্রে আসতে দিবেন না” মর্মে ত্রাস সৃষ্টি এবং ভীতি প্রদর্শনমূলক বক্তব্য প্রদান করেন; যা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে।
নির্বাচন কমিশনের নির্দেশক্রমে উক্ত বিষয়ে রিটার্নিং কর্মকর্তা তদন্ত করে প্রতিবেদন দাখিল করেন এবং তদন্তে বর্ণিত বিষয়টির প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ায় নির্বাচন কমিশন মো. আজিজুর রহমান, কাউন্সিলর প্রার্থী, ৪০ নং ওয়ার্ড-কে ২৪ মে বিকাল ৩টায় নির্বাচন কমিশনে (কক্ষ নং ৩১৪, নির্বাচন ভবন) ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশনা প্রদান করেছেন।
বিষয়: #আচরণবিধি লঙ্ঘনের দায়ে গাজীপুরে এক কাউন্সিলর প্রার্থীর প