শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
Swadeshvumi
শুক্রবার ● ২৬ মে ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » গাজীপুরে প্রায় ৫০ শতাংশের মতো ভোট পড়েছে: ইসি
প্রচ্ছদ » জাতীয় » গাজীপুরে প্রায় ৫০ শতাংশের মতো ভোট পড়েছে: ইসি
১৪২ বার পঠিত
শুক্রবার ● ২৬ মে ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে প্রায় ৫০ শতাংশের মতো ভোট পড়েছে: ইসি

---

বিশেষ প্রতিনিধি

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, আমরা আশা করছি ৫০ শতাংশের মতো ভোট পড়েছে। তবে মোট হিসাব করলে সঠিক তথ্যটা পাওয়া যাবে। বৃহস্পতিবার (২৫ মে) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আপনাদের দৃষ্টিতে ভোট কেমন হয়েছে এমন প্রশ্নে ইসি আলমগীর বলেন, ‘আপনারাই আগে বলেন গাজীপুর সিটি নির্বাচন কেমন হয়েছে। আমাদের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী, আমাদের নির্বাচন কমিশনের কর্মকর্তারা এবং গণমাধ্যম ও নির্বাচন কমিশনের পর্যবেক্ষক টিম এর কাছ থেকে যেই খবর পেয়েছি, সেটি হচ্ছে, গাজীপুর সিটি নির্বাচন অত্যান্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। যেসব প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, তারা সবাই বলেছেন নির্বাচন ব্যবস্থায় তারা অত্যান্ত সন্তুষ্ট। এই নির্বাচনে যে ফলাফলেই আসুক না কেন তারা সবাই মেনে নিবেন।’

ভোটার উপস্থিতি নিয়ে তিনি বলেন, ‘নির্বাচনি আইনে আছে যে, নির্বাচনে শেষ সময় পর্যন্ত যদি ভোটার উপস্থিতি থাকে, তাহলে ভোটারের ভোট না নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ব্যালটের ক্ষেত্রে যেই নিয়ম ইভিএমের ক্ষেত্রেও একই নিয়ম। আমরা আশা করছি ৫০ শতাংশের মতো ভোট পড়েছে। তবে মোট হিসাব করলে সঠিক তথ্যটা পাওয়া যাবে।

---

সিসিটিভিতে কোন অনিয়ম ধরা পড়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘ভোটাররা অনেক সময় লাইন ধরা, কারো ভোট আগে নেওয়া এ ধরনের কিছু জিনিস আমাদের কাছে ধরা পড়েছে, সেগুলোর বিষয়ে আমরা তাৎক্ষণিকভাবে ফোন দিয়ে ব্যবস্থা নিয়েছি। এছাড়া, দুটি কেন্দ্রে আমরা দেখেছিলাম, এজেন্ট ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছিলেন, তখন আমরা তাদেরকে ফোন দিয়ে এবং পুলিশকে খবর দিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করেছি। এছাড়া, আমাদের এবং পুলিশের নজরে আর কোন ঘটনা আসেনি। প্রায় সাড়ে চার হাজার সিসিটিভিতে ভোট মনিটরিং করা হয়েছে। এগুলো আবার একসাথে দেখা যায়নি। এগুলো পর্যায়ক্রমে দেখতে হয়েছে। একবারে তিন থেকে চারশ সিসিটিভি দেখা গেছে। এজন্য কিছু ঘটনা আমাদের নজরে নাও পড়তে পারে। সিসিটিভির এই উদ্যোগটাই আমাদের সফলতা। সিসিটিভিতে যেগুলো ধরা পড়েছে সেগুলোর বিরুদ্ধে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি।’

কেন্দ্রে জায়েদা খাতুনের এজেন্ট ছিল না এ বিষয়ে তিনি বলেন, ‘গাজীপুরের অবস্থানরত গণমাধ্যমকর্মীদের সাথেও আমাদের কথা হয়েছে। তারাও আমাদের বলেছে, এরকম কোন কিছু হয়নি। ইসির আইন অনুযায়ী আগামী নির্বাচন হবে। এর সাথে বিদেশিদের কোন মন্তব্য আমরা নিব না। এটা রাষ্ট্র টু রাষ্ট্র দেখবে। গাজীপুর সিটি নির্বাচন নিয়ে আমরা অত্যান্ত সন্তুষ্ট, আপনারাও সন্তুষ্ট এবং আপনাদের প্রতিনিধিরাও সন্তুষ্ট। একই সাথে ভোটাররা সন্তুষ্ট ও প্রার্থীরাও সন্তুষ্ট, এটা আপনাদের মিডিয়ার মাধ্যমেই প্রকাশ করেছেন।’



বিষয়: #



আর্কাইভ