শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১
Swadeshvumi
শুক্রবার ● ২৬ মে ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » গাজীপুর সিটির নতুন মেয়র জায়েদা খাতুন
প্রচ্ছদ » জাতীয় » গাজীপুর সিটির নতুন মেয়র জায়েদা খাতুন
১৯২ বার পঠিত
শুক্রবার ● ২৬ মে ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুর সিটির নতুন মেয়র জায়েদা খাতুন

---

গাজীপুর সিটি নির্বাচন

৪৮০ কেন্দ্রের ফল ঘোষণা

জায়েদা খাতুন ১৬, ১৯৭ ভোটে বিজয়ী

শাহনাজ পারভীন এলিস

গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন মেয়র নির্বাচিত হলেন টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। এর মধ্য দিয়ে প্রথম নারী মেয়র পেল গাজীপুরবাসী। জায়েদা খাতুন হলেন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা। সিটি কর্পোরেশন হওয়ার পর তিনি হলেন মহানগরীর তৃতীয় মেয়র। 

---

নির্বাচনে সব কেন্দ্রের মোট (৪৮০টি) ফলাফলে ১৬ হাজার ১৯৭ ভোটে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। টেবিল ঘড়ি প্রতীকে তিনি পেয়েছেন লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান নৌকা প্রতীকে পেয়েছেন লাখ ২২ হাজার ৭৩৭ ভোট। অন্য কোন প্রার্থী এই দুইজনের ভোটের কাছাকাছি ছিলেন না।

---

বৃহস্পতিবার রাত দেড়টার দিকে গাজীপুর জেলা পরিষদ ভবনের বঙ্গতাজ মিলনায়তনের নিয়ন্ত্রণ কক্ষ থেকে ফলাফল ঘোষণা করেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম। ফল ঘোষণার পরপরই উল্লাস আর বিজয় মিছিল বের করে গাজীপুরের লোকজন। রিটার্নিং অফিসারের কার্যালয়ের বাইরে বিভিন্ন এলাকায় বিজয় মিছিল বের করতে দেখা যায় জায়েদা বেগমের সমর্থকদের।

---

ছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে- মাছ প্রতীকে আতিকুল ইসলাম ১৬ হাজার ৯৭৪ ভোট, লাঙ্গল প্রতীকে এম এম নিয়াজ উদ্দিন ১৬ হাজার ৩৬২, হাতপাখা প্রতীকে গাজী আতাউর রহমান ৪৫ হাজার ৩৫২, গোলাপ ফুল প্রতীকে মো. রাজু আহাম্মেদ হাজার ২০৬, ঘোড়া প্রতীকে মো. হারুন-অর-রাশিদ হাজার ৪২৬ এবং হাতি প্রতীকে সরকার শাহনূর ইসলাম ২৩ হাজার ২৬৫ ভোট পেয়েছেন।

---

কেমন ছিলো ভোটের পরিবেশ

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বৃহস্পতিবার (২৫ মে ২০২৩) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। কোনো ধরনের সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয় ভোট। সহিংসতার খবর না পাওয়া গেলেও কিছু কিছু জায়গায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোট দিতে গিয়ে ভোগান্তিতে পড়েন অনেকে। ফিঙ্গারপ্রিন্ট না মেলা, এক বুথের ভোটাররা অন্য বুথে যাওয়া নিয়ে ভোগান্তির সৃষ্টি হয় বলে অভিযোগ শোনা যায়। প্রায় বেশিরভাগ কেন্দ্রেই ইভিএম ধীরগতিতে কাজ করেছে।

---

প্রার্থিদের ভোট  প্রদান ও প্রতিক্রিয়া

সকাল ৯টার দিকে গাজীপুরের ৫৭ নম্বর ওয়ার্ডের টঙ্গী দারুস সালাম মাদরাসা কেন্দ্রে ভোট দেওয়া শেষে নৌকা প্রতীক নিয়ে মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান বলেছিলেন, ‘সবসময়ই আমি জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। আজকে জনগণ যাকে নির্বাচিত করবে, আমি সেই রায় অবশ্যই মেনে নেব।

কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে জায়েদা খাতুন বলেছিলেন, ‘জয়ের ব্যাপারে আশাবাদী, হানড্রেড পারসেন্ট।গাজীপুর সিটি নির্বাচনে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটের পরিবেশ সম্পর্কে জায়েদা খাতুনও বলেছিলেন, ‘আমার কোনো অভিযোগ নেই। এখন পর্যন্ত পরিস্থিতি ভালো আছে।তবে, বেশকিছু কেন্দ্রে নৌকার এজেন্টদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তারা বাকি প্রতীকের এজেন্টদের ভোটকেন্দ্রে থাকতে দেননি।

---

গাজীপুরের সিটি নির্বাচনে এবার ভোট যুদ্ধে অংশ নেন ৩৩৩ জন প্রার্থী তাদের মধ্যে মেয়র পদে জন, সাধারণ কাউন্সিলর পদে ২৪৬ জন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী ছিলেন ৭৯ জন এছাড়া সাধারণ ওয়ার্ডে একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সিটির ৫৭টি ওয়ার্ডে এই নগরের এবারের নির্বাচনে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৬৩ জন। তার মধ্যে পুরুষ ভোটার লাখ ৯২ হাজার ৭৪৭ জন, নারী ভোটার লাখ ৮৬ হাজার ৬৯৮ জন তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার আছে ১৮ জন।

 






আর্কাইভ