রবিবার ● ১১ জুন ২০২৩
প্রচ্ছদ » রাজধানী » গুলশান শাহাবুদ্দিন পার্কে স্যানিটারি প্যাড সুবিধার উদ্বোধন
গুলশান শাহাবুদ্দিন পার্কে স্যানিটারি প্যাড সুবিধার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
পার্কে ঘুরতে আসা নারী ও কিশোরীদের তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে চালু হলো স্যানিটারি প্যাড সুবিধা। গতকাল শনিবার (১০ জুন) বিকেলে রাজধানীর গুলশান জাস্টিস শাহাবুদ্দিন পার্কের মহিলা অঙ্গন কর্নারে উদ্বোধন হয় এই সুবিধা।
স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারী ব্যক্তিত্ব শিফা হাফিজা জানান, নারীদের জন্য স্বাস্থ্য বান্ধব পরিবেশ তৈরিতে নেয়া হয়েছে এ উদ্যোগ। স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিনের মাধ্যমে সারাদেশে নারীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হবে বলে আশা করেন তিনি।
নারী স্বাস্থ্য নিয়ে কাজ করা সংস্থা পারসিভ এর প্রতিষ্ঠাতা পরিচালক ফাতিহা পলিনের সভাপতিত্বে অনুষ্ঠানে যোগ দেন ফ্রেন্ডশিপের উপ পরিচালক আহমেদ তৌফিকুর রহমান, শুচিতার পরিচালক ফারজানা সুলতানা, মেকআপ আর্টিস্ট সালেহা সারোয়ার, জায়েদ রহমান, মাহফিদা ইসলাম সিদ্দিকী, নুসরাত জেরিন, এডভোকেট এমডি আশিকুজ্জামান, ফজলে রাব্বি, ফেরদৌস খান প্রমুখ।
উদ্যোক্তা প্রতিষ্ঠান পারসিভ এর পক্ষ থেকে জানানো হয়, শুচিতা প্রগ্রামের মাধ্যমে দেশ জুড়ে বঞ্চিত নারী-কিশোরীদের সুস্বাস্থ্যে সহযোগিতা করা হচ্ছে। স্যানিটারি প্যাড বিক্রির অর্থ খরচ করা হচ্ছে তাদের কল্যাণে।
বিষয়: #গুলশান শাহাবুদ্দিন পার্কে স্যানিটারি প্যাড সুবিধার উদ্ব