সোমবার ● ১২ জুন ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থীর ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ
বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থীর ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে।
আজ সোমবার দুপুরে নির্বাচন কমিশনার মো. আহসান হাবীব খান সাংবাদিকদের এ কথা জানান।
হাতপাখা প্রতীকের প্রার্থীর ওপর হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন আহসান হাবীব খান। তিনি বলেন, এখন ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে।
হামলাকারীদের আগে গ্রেপ্তার করতে বলা হয়েছে। তারপর তাঁদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।
দুপুরে সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলা হয়েছে। এতে তিনিসহ দলের বেশ কিছু নেতা-কর্মী আহত হয়েছেন। হামলার খবর ছড়িয়ে পড়লে দলের কয়েকশ নেতা-কর্মী বিক্ষোভ শুরু করেন।
বিষয়: #বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থীর ওপর হামলায় জড়িতদের গ