বুধবার ● ২১ জুন ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » দুই সিটিতে ভোট শেষে চলছে গণনা
দুই সিটিতে ভোট শেষে চলছে গণনা
# ইভিএমে আঙ্গুলের ছাপ মেলাতে ভোগান্তির অভিযোগ ভোটারদের
# নির্বাচনে না এসে বিএনপি ভুল করেছে মন্তব্য লিটনের
# পাতানো নির্বাচনের অভিযোগ জাপা প্রার্থীর
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। এর আগে বুধবার সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। তা বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত।
সব কেন্দ্রে এই দুই সিটিতে ভোট গ্রহণ করা হয় ইভিএমএ। তবে ভোট দিতে গিয়ে আঙুলের ছাপ না মেলায় ভোগান্তির অভিযোগ তুলেছেন ভোটাররা।
নগরীর বুলনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কিছু কেন্দ্র ঘুরে দেখা গেছে, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটের জন্য অপেক্ষা করছেন নারী-পুরুষসহ নানা শ্রেণিপেশার মানুষ। তাদের মধ্যে কারো ইভিএম মেশিনে আঙ্গুলের ছাপ না মেলাসহ সময়ক্ষেপনের অভিযোগ তোলেন।
রাজশাহী (মহিলা ভোটকেন্দ্র) ২৮ নং ওয়ার্ডের তালাইমারী দারুল উলুম আলিম মাদ্রাসা কেন্দ্রে এক নারীকে একাধিকবার মহিলা ভোটারদের নিয়ে গোপন কক্ষে প্রবেশ করার দায়ে ৩ দিনের কারাদণ্ড দেয়া হয়। ঢাকা থেকে সিসিটিভি মনিটরের মাধ্যমে ঘটনাটি শনাক্ত হওয়ার পর প্রিসাইডিং অফিসারের সাথে যোগাযোগ করে তাৎক্ষণিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এই জেল দিয়ে দেয়া হয়।
বুধবার (২১ জুন) সকাল ৯টার সময় নগরীর উপশহর স্যাটেলাইট টাউন হাইস্কুল কেন্দ্রে ভোট দেন নৌকা প্রতীকের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন। পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘সিটি নির্বাচনে অংশ না নিয়ে বিএনপির অবশ্যই ভুল করেছে। জোর করে কাউকে ভোটে আনা সম্ভব না। তাই বিএনপি না এলে কিছু করার নেই। তবে বিএনপি ও জামায়াতের কাউন্সিলর প্রার্থী আছে। তারা ভোটারদের কেন্দ্রে আনবেন। তাদের ভোটার আছেন। ওই ভোটগুলো কোন খাতে যাবে সেটা জানি না। তবে উন্নয়নের দিকে তাকিয়ে হলেও তাদের নৌকায় ভোট দেওয়া উচিত। আমি আশা করছি ৬০ শতাংশেরও ওপরে ভোট পড়বে।
অন্যদিকে, এবারের সিটি নির্বাচনকে একটি পাতানো নির্বাচন বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন। তিনি বলেন, রাজশাহী মহানগরীর অনেক জায়গায় ইভিএম মেশিন নষ্ট। তাই ভোট গ্রহণে দেরি হচ্ছে। তবে এখানে ভোটের পরিবেশ ভালো আছে বলেও মন্তব্য করেন তিনি। আজ বুধবার (২১ জুন) সকালে নগরীর আটকোষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেয়ার পর সাংবাদিকদের কাছে তিনি এসব অভিযোগ করেন।
আজ সকাল ৮টায় রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত। এই দুই সিটি করপোরেশনের সবগুলো কেন্দ্রেই ভোট হচ্ছে ইভিএম-এ। নির্বাচন পর্যবেক্ষণে প্রতিটি কেন্দ্রে রয়েছে সিসি ক্যামেরা। দুই সিটিতেই নির্বিঘ্নে ভোটগ্রহণ নিশ্চিত করতে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য।
রাজশাহী সিটিতে ভোটার রয়েছেন ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন প্রার্থী। এ সিটির ১০টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৪৬ জন এবং ৩০টি সাধারণ কাউন্সিলর পদে ১১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোট চলাকালে দুপুরে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা জানান, এই দুই সিটির ভোটে অনিয়মের কোনো অভিযোগ পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে এবং কোন অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি।
নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, ৯৬ দশমিক ৭২ বর্গকিলোমিটারের এই নগরীতে মোট ভোটার রয়েছে তিন লাখ ৫১ হাজার ৯৮২ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৮০ হাজার ৮০৯ জন ও পুরুষ ভোটার এক লাখ ৭১ হাজার ১৬৭ জন। তবে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর ভোটার ৬ জন। এবার নতুন ভোটার রয়েছেন ৩০ হাজার ১৫৭ জন।
বিষয়: #দুই সিটিতে ভোট শেষে চলছে গণনা