বৃহস্পতিবার ● ২২ জুন ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » রাজশাহী ও সিলেট সিটি নির্বাচনে নৌকার বিজয়
রাজশাহী ও সিলেট সিটি নির্বাচনে নৌকার বিজয়
নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে পুরাতন নগর পিতার ওপরই ভরসা রেখেছেন সিটি কর্পোরেশনের বাসিন্দারা। তাই আবারও নতুন মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের এ. এইচ. এম. খাইরুজ্জামান লিটন। এর মধ্যদিয়ে টানা দ্বিতীয় এবং মোট তৃতীয়বার সিটির দায়িত্ব লিটনের হাতে তুলে দিলেন রাজশাহীবাসী। এছাড়া সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনেও আওয়ামী লীগ প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী মেয়র পদে নির্বাচিত হয়েছেন।
বুধবার রাতে নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, রাজশাহীতে খাইরুজ্জামান লিটন পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ২৯০ ভোট। তার নিকটতম ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুরশিদ আলম পেয়েছেন ১৩ হাজার ৪৮৩ ভোট। এছাড়া জাকের পার্টির লতিফ আনোয়ার পেয়েছেন ১১ হাজার ৭১৩ ভোট এবং জাতীয় পার্টির সাইফুল ইসলাম ১০ হাজার ২৭২ ভোট পেয়েছেন। এই সিটি নির্বাচনে ভোট দিয়েছেন মোট ভোটারের শতকরা ৫৬.২০ ভাগ।
শিল্পকলা একাডেমি মিলনায়তনে ফলাফল ঘোষণার পর ভোটের রেজাল্ট শিট প্রার্থীর প্রতিনিধিদের হাতে তুলে দেন আঞ্চলিক নির্বাচন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন। তার হাত থেকে নৌকা প্রতীকের পক্ষে ফলাফল গ্রহণ করেন এডভোকেট আসলাম সরকার, কবি আরিফুল হক কুমার ও প্রফেসর আনিসুজ্জামান মানিক।
অন্যদিকে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী মেয়র পদে নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তিনি পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৯৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম (বাবুল) পেয়েছেন ৫০ হাজার ৮৬২ ভোট।
প্রাথমিক ফলাফল ঘোষণার পর মি. ইসলাম নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেন। প্রাথমিকভাবে জয়ের খবর পাওয়ার পর সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি বলেছেন, পর্যটন নগরীকে মায়ের কোলের মতো নিরাপদ করতে কাজ করবেন তিনি। ভবিষ্যতে সিলেটের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটার উপস্থিতি খুব একটা হয়নি বলে জানা যাচ্ছে। প্রধান নির্বাচন কমিশন অবশ্য এরই মধ্যে বলেছে সিলেটে ৪৬ শতাংশ ভোট পড়েছে। ভোটের দিন বুধবার বিভিন্ন কেন্দ্র ঘুরে নারী ভোটারদেরর ব্যাপক উপস্থিতি এবং নতুন ভোটারদের আগ্রহ অনেক বেশি দেখা গেছে।
বিষয়: #রাজশাহী ও সিলেট সিটি নির্বাচনে নৌকার বিজয়