সোমবার ● ১৭ জুলাই ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » নির্বাচন প্রত্যাখ্যান করলেন হিরো আলম
নির্বাচন প্রত্যাখ্যান করলেন হিরো আলম
* যুক্তরাষ্ট্র দূতাবাসে চিঠি পাঠানোর হুমকি
নিজস্ব প্রতিবেদক
ঢাকা-১৭ উপনির্বাচনের ভোট নির্বাচন প্রত্যাখ্যান করেছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। সোমবার (১৭ জুলাই) সন্ধ্যায় তিনি এ ঘোষণা দেন।
হিরো আলম বলেন, “এটা (নির্বাচন) পরিকল্পিত হয়েছে। হত্যা পরিকল্পনা থেকে আমার ওপর হামলা করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার দাবি করি। আমি এই নির্বাচন বর্জন করলাম। নির্যাতনের কথা জানিয়ে শুধু যুক্তরাষ্ট্র দূতাবাস কেন, যেখানে যেখানে দরকার সব জায়গায় আমি চিঠি পাঠাব।”
এদিন দুপুরে রাজধানীর বনানী বিদ্যা নিকেতন কেন্দ্রে হিরো আলমকে মারধর করা হয়। একটি বেসরকারি হাসপাতালের শুশ্রুষা নিয়ে সুস্থ হলে তিনি সংবাদ সম্মেলন করেন।
সেখানে তিনি অভিযোগ করে বলেন, ক্ষমতাসীন দলের লোকজন হত্যার উদ্দেশ্যে তার ওপর এই নির্যাতন চালিয়েছে।
বিষয়: #নির্বাচন প্রত্যাখ্যান করলেন হিরো আলম