শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১
Swadeshvumi
মঙ্গলবার ● ১৮ জুলাই ২০২৩
প্রচ্ছদ » খেলাধুলা » ইন্টার টেলিভিশন ফুটবল টুর্নামেন্ট ঘোষণা করেছে বিজেসি
প্রচ্ছদ » খেলাধুলা » ইন্টার টেলিভিশন ফুটবল টুর্নামেন্ট ঘোষণা করেছে বিজেসি
২৬০ বার পঠিত
মঙ্গলবার ● ১৮ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইন্টার টেলিভিশন ফুটবল টুর্নামেন্ট ঘোষণা করেছে বিজেসি

---
* ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে ২০ জুুলাই
*  অংশ নিবে ২৫ টেলিভিশনের ২৫০ সংবাদকর্মী

নিজস্ব প্রতিবেদক
সংগঠনের সদস্যদের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে দেশে সম্প্রচার সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসি। প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের নাম দেয়া হয়েছে ‘বিজেসি ইন্টার টেলিভিশন ফুটবল টুর্নামেন্ট’।
আগামী ২০ জুলাই ঢাকার এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এই টুর্নামেন্ট শুরু হবে । টুর্নামেন্টে অংশগ্রহণ করছে ২৫টি দল। এর মধ্যে ২৪টি দল রয়েছে বিভিন্ন টেলিভিশনের। আর একটি দল গঠন করা হয়েছে যেসব বিজেসি সদস্য বর্তমানে কোন টেলিভিশনে কর্মরত নেই সেসব সদস্যদের অংশগ্রহণে।

---

সোমবার রাজধানীর বাংলামটরে অবস্থিত বিজেসি কার্যালয়ে টুর্নামেন্টের লোগো উন্মোচন অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজেসির সদস্য সচিব শাকিল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজেসির নির্বাহী (ক্রীড়া) তারিকুল ইসলাম মাসুম। লিখিত বক্তব্য পাঠ করেন বিজেসি’র যুগ্ম নির্বাহী (ক্রীড়া) মাহবুব জুয়েল।  এছাড়াও উপস্থিত ছিলেন বিজেসির ট্রস্টি হারুন অর রশীদ, নির্বাহী ইলিয়াস হোসেন ও পরভেজ রেজা।
অনুষ্ঠানে জানানো হয়, টুর্নামেন্টে অংশগ্রহণকারী ২৪টি টেলিভিশন স্টেশনের মধ্যে রয়েছে- এশিয়ান টিভি, এটিএন বাংলা, এটিএন নিউজ, বাংলাভিশন, বাংলাদেশ টেলিভিশন, চ্যানেল আই, চ্যানেল ২৪, ডিবিসি, দেশ টিভি, দীপ্ত টিভি, একাত্তর টিভি, এখন টিভি, একুশে টেলিভিশন, গাজী টিভি, ইনডিপেনডেন্ট টিভি, যমুনা টিভি, মাছরাঙা টেলিভিশন, মোহনা টিভি, নাগরিক টিভি, নেক্সাস টিভি, নিউজ ২৪, আরটিভি, সময় টিভি ও এসএ টিভি।

---
হাউজবিহীন সদস্যদের নিয়ে গঠিত দলটির নাম বিজেসি গ্রিন। সবমিলিয়ে বিজেসির বর্ণিল এই আয়োজনে অংশ নিচ্ছেন ২৫টি টেলিভিশন চ্যানেলের আড়াইশ’র বেশি সংবাদকর্মী। প্রতিটি দলের জন্যে থাকছে পৃথক রং ও ডিজাইনের জার্সি।  টুর্নামেন্টের জার্সির ডিজাইন করেছেন দুর্বৃত্তদের হাতে নিহত সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার - মেহেরুন রুনীর একমাত্র সন্তান মাহির সারওয়ার মেঘ।

২০ জুলাই থেকে প্রতিদিন খেলা শুরু হবে সকাল ৮টায়। ২৫টি দল আটটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতি দলে থাকবেন ৬ জন করে খেলোয়ার। শুধুমাত্র বিজেসি সদস্যরাই এই টুর্নামেন্টে অংশ নিতে পারবে। প্রতিটি ম্যাচ হবে ২০ মিনিট করে। পুরো টুর্নামেন্ট হবে নকআউট পদ্ধতিতে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারিরা ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন। খেলায় রেফারিদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। চারদিনব্যাপী এই টুর্নামেন্টের পর্দা নামবে ২৩ জুলাই।



বিষয়: #



আর্কাইভ