শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ১৫ মাঘ ১৪৩১
Swadeshvumi
বৃহস্পতিবার ● ২০ জুলাই ২০২৩
প্রচ্ছদ » খেলাধুলা » বিজেসি ইন্টার টেলিভিশন ফুটবল টুর্নামেন্ট শুরু
প্রচ্ছদ » খেলাধুলা » বিজেসি ইন্টার টেলিভিশন ফুটবল টুর্নামেন্ট শুরু
৪৬৪ বার পঠিত
বৃহস্পতিবার ● ২০ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিজেসি ইন্টার টেলিভিশন ফুটবল টুর্নামেন্ট শুরু

---

* প্রথম দিনের খেলায় জয় পেয়েছে ৯টি টেলিভিশন
নিজস্ব প্রতিবেদক
প্রথমবারের মতো সম্প্রচার মাধ্যমের সর্ববৃহৎ সংগঠন বিজেসি আয়োজন করছে বিজেসি ইন্টার টেলিভিশন ফুটবল টুর্নামেন্ট ২০২৩। ২০ জুলাই, বৃহস্পতিবার সকালে রাজধানীর শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিজেসির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রেজোয়ানুল হক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেসি’র ট্রাস্টি সাইফ ইসলাম দিলাল, নির্বাহী (ক্রীড়া) তারিকুল ইসলাম মাসুম,  নির্বাহী পর্ষদের সদস্য ইলিয়াস হোসেন ও যুগ্ম নির্বাহী মাহবুব জুয়েল। এসময় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রেজোয়ানুল হক বলেন, ক্রীড়া ক্ষেত্রে এটি বিজেসির প্রথম প্রয়াস। ব্যস্ততার মাঝে টুর্নামেন্টে অংশ নেয়া সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করছি পুরো টুর্নামেন্টে আপনাদের পাশে পাবো। উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ম্যাক্স গ্রুপের হেড অব মিডিয়া ইব্রাহিম খলিল পলাশের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

---
চারদিনের টুর্নামেন্টের প্রথমদিন নয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে এশিয়ান টেলিভিশনকে ২-০ গোলে হারিয়েছে চ্যানেল আই। জোড়া গোল করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন চ্যানেল আইয়ের রাহুল রায়। দ্বিতীয় ম্যাচে এসএ টেলিভিশনের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে একাত্তর টেলিভিশন। দুই গোল করে ম্যাচ সেরা হয়েছেন একাত্তর টেলিভিশনের ইশতিয়াক ইমন।
দিনের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় একুশে টেলিভিশন ও বিজেসি গ্রিন। নির্ধারিত সময়ের খেলাটি ১-১ গোলে ড্র হয়। পেনাল্টি শ্যুটআউটে বিজেসি গ্রিনকে ২-১ গোলে হারিয়ে পরের রাউন্ডে উঠেছে একুশে টেলিভিশন। ম্যাচ সেরা হয়েছেন ইটিভির আতিকুর রহমান। চতুর্থ খেলায় বাংলাদেশ টেলিভিশনকে ৩-০ গোলে হারিয়েছে ডিবিসি। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তুষার কান্তি দাস।
পঞ্চম ম্যাচে নিউজ টুয়েন্টি ফোরকে ২-০ গোলে হারিয়েছে আরটিভি। ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন লুৎফর রহমান। ষষ্ঠ ম্যাচে সময় টেলিভিশন ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মধ্যকার নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হয়। ম্যাচটি সাডেন ডেথে জিতে নেয় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। আশরাফুল হক জনি ম্যাচ অব দ্য ম্যাচ হয়েছেন।
দিনের শেষ দুই ম্যাচে গাজী টিভিকে ১-০ গোলে হারিয়েছে দীপ্ত টিভি। ম্যাচ সেরা হন মনিরুজ্জামান কবির। দেশ টিভির বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে যমুনা টেলিভিশন। ম্যান অব দ্য ম্যাচ হন দেশ টিভির গোলরক্ষক মাসুদ মোস্তাহিদ। ম্যাচ পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চারজন রেফারি।



বিষয়: #



আর্কাইভ