শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১
Swadeshvumi
সোমবার ● ৩১ জুলাই ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » অক্টোবরে তফসিল ডিসেম্বরে ভোট: সিইসি
প্রচ্ছদ » জাতীয় » অক্টোবরে তফসিল ডিসেম্বরে ভোট: সিইসি
২৪৩ বার পঠিত
সোমবার ● ৩১ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অক্টোবরে তফসিল ডিসেম্বরে ভোট: সিইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

---

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিত হতে পারে। আর নব্বই দিনের হিসেব মিলিয়ে ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। রোববার (৩০ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।

প্রধাণ নির্বাচন কমিশনার বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অক্টোবরের দিকে হতে পারে। অক্টোবর কখন হতে পারে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,জানি না। এটা নিয়ে আমাদের মাঝে (কমিশন বৈঠকে) আলোচনাও হয় নাই, সিদ্ধান্তও হয় নাই। নব্বই দিনের হিসেবে মিলিয়ে দেখেছি অক্টোবরের আগে তফসিল দেওয়া সম্ভব নয়। ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট হবে। এটাই গুরুত্বপূর্ণ। তফসিল আজকে করলাম কি কালকে করলাম ওটা তো গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো নির্বাচনটা কবে হবে। তাহলে ভোটটা ডিসেম্বরে হচ্ছে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, অবশ্যই ডিসেম্বরের শেষ সপ্তাহের আগে নয়। এটি তো আমাদের রোডম্যাপে বলে দেওয়াই আছে যে, ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে।

তাহলে আগাম ভোট হচ্ছে না, যথা সময়ে নির্বাচন-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, আগাম ভোট কীভাবে হবে? যদি তফসিল আজকে দিয়ে দেই তাহলে কি আগাম ভোট হবে? তফসিলের সঙ্গে তো ভোটের সম্পর্ক নেই।

তিনি বলেন, তফসিল আমি তিন মাস আগে, চার মাস আগে দিতে পারি। এ নিয়ে কোনো আইন নেই। নির্বাচনের আইন আছে। কখন নির্বাচন হতে পারে, নব্বই দিনের মধ্যে। তফসিল কবে দিতে হবে এ বিষয়ে কোনো আইন নেই। আমার অনুমানে আমি বলছি, এটা (তফসিল) অক্টোবরের শেষ দিকে হতে পারে। নভেম্বরের প্রথম দিকেও হতে পারে। নরমালি ৫০ থেকে ৬০ দিন আগে তফসিল দেওয়া হয়। সেপ্টেম্বরে তফসিল হচ্ছে না।



বিষয়: #



আর্কাইভ