শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
Swadeshvumi
বৃহস্পতিবার ● ৩ আগস্ট ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » ৫০ বছর আগের ভালোবাসার যোগসূত্র!
প্রচ্ছদ » জাতীয় » ৫০ বছর আগের ভালোবাসার যোগসূত্র!
২১৭ বার পঠিত
বৃহস্পতিবার ● ৩ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৫০ বছর আগের ভালোবাসার যোগসূত্র!

---

বিশেষ প্রতিনিধি       

সময়টা ১৯৭২ সালের ১০ মে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে প্রথম রংপুর অঞ্চল সফরে গিয়েছিলেন সেদিন। ভাষণ দেন রংপুরের কালেক্টরেট মাঠের বিশাল জনসভায় ।

বঙ্গবন্ধুকে একনজর দেখতে ও তাঁর ভাষণ শুনতে রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী জেনিফার আলী এলি তার ক্লাসমেট ইয়াসমিনসহ অনেকের সঙ্গে গিয়েছিলেন কালেক্টরেট মাঠে। কিন্তু শত চেষ্টা করেও ভিড় ঠেলে তারা বঙ্গবন্ধুর কাছে যেতে পারেননি।

---

কিন্তু, তিনি হাল ছাড়েননি। পরদিন সকালে পৌছে যান সার্কিট হাউজে। গেটে পৌঁছা মাত্রই পুলিশ তাদের সকলকেই আটকে দিয়ে দ্রুত সেখান থেকে সরে যেতে বলে। কিন্তু কৈশোরের দূরন্তপনাকে কাজে লাগিয়ে তারা দেয়াল টপকে সার্কিট হাউজের বারান্দায় প্রায় বঙ্গবন্ধুর কক্ষের কাছে চলে যান। অবশেষে বঙ্গবন্ধুর সান্নিধ্য পান ।

বঙ্গবন্ধুর স্নেহে তার মাথায় হাত বুলিয়ে দেন। পরদিন সকল জাতীয় দৈনিক ছবিটি ফলাও করে ছাপে। সেই স্মৃতিময় ছবিটির একটি চিত্রকর্ম বুধবার রংপুর সার্কিট হাউজে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন। ৫০ বছর আগের সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল জেনিফার আলীর জীবনে।

ষষ্ঠ শ্রেণীর জেনিফার আলীর মাথায় বঙ্গবন্ধুর হাত দেয়া আলোচিত ছবিটি বড় করে টানানো আছে সার্কিট হাউজের সিড়িঘরে। সেখানে চিত্রকর্মটি উপহার দেয়ার সময় বঙ্গবন্ধু কন্যা তাঁর বাবার মতই জেনিফার আলীর মাথায় হাত রেখে দোয়া করেন । সৃষ্টি হয় পিতা-কন্যার ভালোবাসার  যোগ সূত্র।



বিষয়: #



আর্কাইভ