শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ১৫ মাঘ ১৪৩১
Swadeshvumi
বৃহস্পতিবার ● ১৭ আগস্ট ২০২৩
প্রচ্ছদ » অপরাধ » সাঈদীর মৃত্যুতে সমবেদনা জানিয়ে পোস্ট, ছাত্রলীগের তিন নেতাকে অব্যাহতি
প্রচ্ছদ » অপরাধ » সাঈদীর মৃত্যুতে সমবেদনা জানিয়ে পোস্ট, ছাত্রলীগের তিন নেতাকে অব্যাহতি
২৫০ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৭ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাঈদীর মৃত্যুতে সমবেদনা জানিয়ে পোস্ট, ছাত্রলীগের তিন নেতাকে অব্যাহতি

---

লোহাগাড়া প্রতিনিধি, চট্টগ্রাম

১৬ আগস্ট ২০২৩

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সমবেদনা জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের তিন নেতাকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ বুধবার বেলা তিনটার দিকে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি কে এম আসিফুর রহমান চৌধুরী সাধারণ সম্পাদক এরশাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তিন নেতাকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে ওই তিন নেতা সংগঠনের নীতি-আদর্শ সংগঠনবিরোধী কার্যক্রমে জড়িত আছেন এমন অভিযোগে তাঁদের স্থায়ী বহিষ্কারের জন্য জেলা ছাত্রলীগের কাছে সুপারিশ করা হয়। অব্যাহতি পাওয়া তিন নেতা হলেন লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গাজী আমজাদ, মো. তাউসিফ উপদপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মাসুম।

লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি কে এম আসিফুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, সংগঠনের নীতিআদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় ওই তিন নেতাকে সংগঠনের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতির পর থেকে তাঁদের কোনো কর্মকাণ্ডের দায়ভার লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ বহন করবে না।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক উপজেলা ছাত্রলীগের দুজন নেতা প্রথম আলোকে বলেন, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সমবেদনা জানিয়ে গত সোমবার দিবাগত রাতে ওই তিন নেতা ফেসবুকে পোস্ট দিয়েছেন। তাই তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে।

ব্যাপারে জানতে চাইলে অব্যাহতি পাওয়া ছাত্রলীগ নেতা গাজী আমজাদ প্রথম আলোকে বলেন, ‘উপজেলা ছাত্রলীগের সভাপতির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো ছিল না। ভুলবশত ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে আমাকে কারণ না দর্শিয়ে অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতি পাওয়া আরেক নেতা আবদুল্লাহ আল মাসুম প্রথম আলোকে বলেন, ‘আমার নামে আরেকটি ভুয়া আইডি খুলে ফেসবুকে সাঈদীর মৃত্যুতে পোস্ট দেওয়া হয়েছে। আমি ষড়যন্ত্রের শিকার। তবে দেশের বাইরে থাকায় বক্তব্য জানা যায়নি অব্যাহতি পাওয়া আরেক নেতা মো. তাউসিফের।



বিষয়: #  #



আর্কাইভ