শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
Swadeshvumi
সোমবার ● ৪ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » ২৪তম সংসদ অধিবেশন চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত
প্রচ্ছদ » জাতীয় » ২৪তম সংসদ অধিবেশন চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত
১৫৬ বার পঠিত
সোমবার ● ৪ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

২৪তম সংসদ অধিবেশন চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত

---

জ্যেষ্ঠ প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলে জানিয়েছে সংসদের কার্য উপদেষ্টা কমিটি। শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন বিকেল পৌনে ৫টায় শুরু হবে অধিবেশন। রবিবার ‍বিকেলে সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১৪তম বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

কমিটির সভাপতি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়া বৈঠকে ছিলেন- কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, আনিসুল হক, আনিসুল ইসলাম মাহমুদ ও চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

জানা গেছে, এই অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ২৫টি ও অন্যান্য মন্ত্রীর জন্য ৭৩৫টিসহ মোট প্রশ্ন রয়েছে ৭৬০টি। বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া রয়েছে ২১টি এবং প্রস্তাব (সাধারণ) বিধি-১৪৭ অনুযায়ী নোটিশ পাওয়া গেছে একটি। পূর্বে অনিষ্পন্ন বেসরকারি বিলের সংখ্যা ৮টি। ২৫টি সরকারি বিলের মধ্যে কমিটিতে পরীক্ষাধীন ১১টি, পাসের অপেক্ষায় ৬টি ও অধিবেশনে উত্থাপনের অপেক্ষায় রয়েছে ৮টি।

আলোচনায় একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দ ও অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা হয়। প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস সম্পর্কিত যে কোন পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেয়া হয়। বৈঠক সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম। সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।



বিষয়: #



আর্কাইভ