শিরোনাম:
ঢাকা, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
Swadeshvumi
বৃহস্পতিবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদ » রাজনীতি » মতলবের দরিদ্র গৃহহীন মানুষের পাশে এম ইসফাক আহসান
প্রচ্ছদ » রাজনীতি » মতলবের দরিদ্র গৃহহীন মানুষের পাশে এম ইসফাক আহসান
২৩১ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মতলবের দরিদ্র গৃহহীন মানুষের পাশে এম ইসফাক আহসান

---

চাঁদপুর প্রতিনিধি

জনপ্রতিনিধি না হলেও গরিব, অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়ে তাদের আপনজন এবং আস্থার ঠিকানা হয়ে উঠেছেন চাঁদপুর জেলার মতলব উপজেলার এম ইসফাক আহসান। মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় ৫ শতাধিক গৃহহীন পরিবারকে ঘর করে দিয়েছেন। ২০২০ সালে করোনাকালীন সময় ২০ হাজার পরিবারকে ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান, মসজিদ-মাদ্রাসায় সহযোগিতা, শীতকালে শীতবস্ত্র, রমজানে ইফতার সামগ্রী এবং ঈদ-পূজাসহ বিভিন্ন ধর্মীয় উৎসবে অসহায়, ছিন্নমূল মানুষের জন্য তিনি উপহার সামগ্রী বিতরণ করছেন।

চাঁদপুরের মতলব উপজেলার ইসলামাবাদ গ্রামের আবুল খায়ের। স্ত্রী-সন্তানদের নিয়ে তিনি অন্যের রান্নাঘরে মানবেতর জীবন-যাপন করে আসছিলেন- সম্প্রতি এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসে। খবর পেয়ে এম ইসফাক তৎক্ষণাৎ উদ্যোগ নিয়ে আবুল খায়ের পরিবারের জন্য ঘর নির্মাণ করে দেন। এছাড়া লুধুয়া গ্রামের দরিদ্র গৃহহীন মাজেদা বেগমের পরিবারসহ মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার পাঁচ শতাধিক গৃহহীন পরিবারকে বাসস্থানের জন্য টিনশেড ঘর তিনি করে দিয়েছেন। বিপদে-আপদে অসহায় গরিব মানুষকে সহযোগিতা করছেন।

---

পরিবার-পরিজন নিয়ে মাথাগোঁজার ঠাঁই পাওয়া দরিদ্ররা জানান, ‘স্ত্রী-সন্তানদের নিয়ে পথে পথে ঘুরেছি, অথচ কেউ আশ্রয় দেয়নি। কামরুল আহসানের ছেলে ইসফাক আমাদের ঘর করে দিয়েছে। ঘর পেয়ে আমরা অত্যন্ত খুশি। আমাদের এখন থাকার জায়গা হয়েছে। নইলে যে এই বয়সে কোথায় থাকতাম জানি না। আল্লাহ তার ভালো করুক’।

নির্বাচিত জনপ্রতিনিধি না হয়েও মন থেকে চাইলে যে মানুষের সেবক হয়ে উঠা যায় সে চেষ্টাই করে যাচ্ছেন এম ইসফাক আহসান। পেশায় তিনি গার্মেন্টস ব্যবসায়ী। বয়স তার মাত্র চল্লিশের কোটায়। জন্ম চাঁদপুরে হলেও পড়াশুনা দেশের বাইরে। ব্রিটিশ কাউন্সিল এডক্সেল থেকে ও-লেভেল, আমেরিকান কাউন্সিল অফ এডুকেশন থেকে জিইডি এবং লন্ডনের লিমককিং ইউনিভার্সিটি থেকে স্নাতক পাস করেন তরুণ এই রাজনীতিবিদ।

---

এ বিষয়ে জানতে চাইলে এম ইসফাক বলেন, ‘আমি আমার বাবা এবং দাদাকে দেখেছি এলাকার মানুষকে সাহায্য সহযোগিতা করতেন। আমি তারই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। চেষ্টা করছি মতলবের সকল মানুষ যেন ভাল থাকে, একটি পরিবারও যেন গৃহহীন না থাকে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাই চান। তার লক্ষ্যকে এগিয়ে নিতে আমিও ছিন্নমূল মানুষের সহায় হয়ে পাশে থাকতে চাই। আওয়ামী লীগ আমার পরিবার। দলে কোন বড় পদ চপাই বা না পাই- আওয়ামী লীগকে ভালোবেসে মানুষের সেবা করতে চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের সুনাম অক্ষুন্ন রাখতে চাই।

এম ইসফাক এর বাবা এ এস এম কামরুল আহসান ছিলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুক্তিযুদ্ধকালীন সংগ্রাম পরিষদের সদস্য। তিনি আহসান গ্রুপের প্রতিষ্ঠাতা। মুক্তিযুদ্ধের পর তিনি রজনীতিতে যুক্ত না হলেও অর্নৈতিক কর্কাণ্ডের পাশাপাশি সমাজসেবামূলক নানা কাজে সম্পৃক্ত করেন। একই সাথে পড়াশোনা শেষ হলে তার ছেলে  ইসফাক যাতে দেশে ফিরে সামাজিক কর্কাণ্ডে যুক্ত হয়, সেক্ষেত্রে তাকে উদ্বুদ্ধ করেন।

---

পরিবারের প্রতি ভালোবাসা এবং নিজ জন্মভূমি চাঁদপুরের তৃণমূল মানুষের পাশে দাঁড়াতে বিদেশে পড়াশোনার পাঠ চুকিয়ে এম ইসফাক দেশে ফিরে আসেন। বাবার ব্যবসার হাল ধরার পাশাপাশি যুক্ত হন রাজনীতিতে। তিনি বর্মানেবাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য। বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য।

সাধারণ মানুষের পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের অসহায় নেতাকর্মীদেরও সহায়তা করেন, বিপদে-আপদে তাদের পাশে দাঁড়ান এম ইসফাক। এতে করে স্থানীয় নেতাকর্মীরাও ইসফাকের প্রতি আস্থাশীল হয়ে উঠেছে। এর আগে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্াচনে তিনি চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে মনোনয়ন না পেলেও সাধারণ মানুষের থেকে দূরে সরে যাননি। বিগত পাঁচ বছর এলাকার জন্য উন্নয়ন ও সহযোগিতামূলক নানা কাজ করছেন।

---

আসছে দ্বাদশ সংসদ নির্বাচনেও চাঁদপুর-২ আসন থেকে এম ইসফাক আহসান নির্াচনে অংশ নিতে চান। খোঁজ নিয়ে জানা গেছে এবার এই আসনে পুরনো ও নতুন মিলে মোট ৯ জন প্রার্থী হিসেবে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন। তাদের মধ্যে বয়সের দিক থেকে অনেক নবীন এম ইসফাক। তারপরও নিজের মেধা ও যোগ্যতা দিয়ে জনগণের মন জয় করে, তাদের ভালোবাসা নিয়ে- আগামীতে তিনি হতে চান জনগণের প্রতিনিধি।

এম ইসফাক সম্পর্ জানতে চাইলে মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএস কবির বলেন, ‘ইসফাক আহসান একজন বড় মনের মানুষ; যার পরিচয় তিনি ইতিমধ্যে দিয়েছেন। আমরা আওয়ামী লীগের নেতাকর্মীরা তার কর্মকাণ্ডে অত্যন্ত খুশি। তার মতো একজন নেতা মতলবের হাল ধরলে মতলববাসী উপকৃত হবে।



বিষয়: #



আর্কাইভ