শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১
Swadeshvumi
বৃহস্পতিবার ● ৫ অক্টোবর ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » ২২ অক্টোবর শুরু হবে একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন
প্রচ্ছদ » জাতীয় » ২২ অক্টোবর শুরু হবে একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন
১৮১ বার পঠিত
বৃহস্পতিবার ● ৫ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

২২ অক্টোবর শুরু হবে একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন

---

নিজস্ব প্রতিবেদক 

আগামী ২২ অক্টোবর (রোববার) শুরু হবে একাদশ জাতীয় সংসদের ২৫তম এবং ২০২৩ সালের ৫ম অধিবেশন। অধিবেশন। ওইদিন ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে বসবে  চলতি সংসদের শেষ অধিবেশন। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয় প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন চলে গত ৩ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। ৯ কার্যদিবসের ওই অধিবেশনে তিনটি কমিটি পুনর্গঠন হয়। স্থায়ী কমিটির ১৭টি রিপোর্ট উপস্থাপন করা হয়। স্থায়ী কমিটির কার্যক্রম ৩০টি রিপোর্ট উত্থাপন করা হয়।

একাদশ সংসে অধিবেশনে সরকারি-বেসরকারি মিলে উত্থাপিত হওয়া ৩৫টি বিলের মধ্যে পাস করা হয় ১৮টি। পাস হওয়া বিলগুলোর মধ্যে রয়েছে- সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত সাইবার নিরাপত্তা বিল ও সংসদে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বিল-২০২৩। এছাড়া ওই অধিবেশনে ১৭টি বিল পরীক্ষার জন্য কমিটিতে পাঠান হয়েছে। তার মধ্যে পাসের অপেক্ষায় রয়েছে আরও ৫টি বিল। বাকি ১২টি বিল সংসদের স্থায়ী কমিটিতে পরীক্ষাধীন। ১৪ সেপ্টেম্বর অধিবেশনের শেষ দিন সংসদের সমাপনী বক্তব্যে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেন, আসছে ২৫তম অধিবেশনে ওইসব বিল পাস হবে।

চলতি একাদশ সংসদের প্রথম অধিবেশন বসে ২০১৯ সালের ৩০ জানুয়ারি। হিসাব অনুযায়ী এই সংসদের কার্যকাল শেষ হবে ২০২৪ সালের ২৯ জানুয়ারি। সংবিধান অনুযায়ী, চলতি সংসদের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে ইসি’র বাধ্যবাধকতা রয়েছে।



বিষয়: #



আর্কাইভ