সোমবার ● ১৬ অক্টোবর ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » নির্বাচন অফিসগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার নির্দেশ ইসির
নির্বাচন অফিসগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার নির্দেশ ইসির
নিজস্ব প্রতিবেদক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের সকল মাঠ পর্যায়ের নির্বাচন অফিসগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
ইসির সূত্রগুলো জানিয়েছে, সম্প্রতি কমিশনের মাসিক সাধারণ সভায় বিদ্যুত বিভ্রাটের কারণে ভোটার তালিকা চুড়ান্ত করার কাজে ব্যাঘাত ঘটায় বিষয়টি ওঠে আসে। এরপর এমন সিদ্ধান্ত বিদ্যুৎ বিভাগকে জানানো হয়।
মাসিক সমন্বয় সভার কার্যবিবরণীতে বলা হয়েছে, উপজেলা ভিত্তিক ভোটার তালিকার পিডিএফ কপি ডাউনলোড করতে গেলে ৩/৪ ঘণ্টা সময়ের প্রয়োজন হয়। এ সময়ে বিদ্যুৎ চলে গেলে পুনরায় প্রথম থেকে ডাউনলোড করতে হয়। এতে অনেক সময়ের অপচয় হয় এবং ভোটার তালিকা মুদ্রণে সমস্যার সৃষ্টি হয়। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য মাঠ কর্মকর্তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ জানান।
এর পরিপ্রেক্ষিতে ইসি সচিব মো. জাহাংগীর আলম মাঠ পর্যায়ের নির্বাচন অফিসসমূহে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে বিদ্যুৎ বিভাগের সচিবকে পত্র পাঠাতে নির্দেশনা দেন। সেই নির্দেশনার বাস্তবায়নের অংশ হিসেবে ইসির সাধারণ সেবা শাখার উপ সচিব রাশেদুল ইসলাম সম্প্রতি নির্দেশনাটি পাঠিয়েছেন।
বিদুৎ বিভাগে সিনিয়র সচিবকে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি শুরু হয়েছে। নির্বাচনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ের আঞ্চলিক নির্বাচন অফিস, জেলা নির্বাচন অফিস এবং উপজেলা/থানা নির্বাচন অফিসসমূহে ভোটার তালিকা প্রস্তুতকরণসহ নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্নের লক্ষ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন।
এই অবস্থায়, নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ের আঞ্চলিক নির্বাচন অফিস, জেলা নির্বাচন অফিস এবং উপজেলা/থানা নির্বাচন অফিসসমূহে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে ইসি।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে মোট ভোটার সংখ্যা ১০ কোটি,৪১ লাখ ৯০ হাজার ৪৮০ জন। যার মধ্যে পরুষ ভোটার ৫ লাখ ২৫ লাখ ৪৭ হাজার ৩২৯ জন। আর নারী ভোটার ছিলও ৫ কোটি ১৬ লাখ ৪৩হাজার ১৫১ জন।
সর্বশেষ ২০২২ সালের ভোটার হালনাগাদ অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪লাখ ৪৫ হাজার ৭২৪ জন। আর নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮৩৭ জন। তরুণ ভোটারদের অন্তর্ভুক্ত করার সুযোগ সৃষ্টি করায় এই সংখ্যা আরও বাড়তে পারে। আসন্ন দ্বাদশ নির্বাচনে প্রায় ১০ লাখ ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ করা হবে।
এদিকে ইসি সূত্রে জানা গেছে, চলতি বছরের নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার লক্ষ্য নিয়ে সকল কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এতে ভোটগ্রহণ হবে ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহে।
বিষয়: #নির্বাচন অফিসগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার নির্দে