শুক্রবার ● ২০ অক্টোবর ২০২৩
প্রচ্ছদ » আন্তর্জাতিক » জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ
জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
# পর্যবেক্ষক দল আসবে ৫ থেকে ৫ সদস্যের
# দলটি আসবে আগামী ২১ নভেম্বর, থাকবেন ২ মাস
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর অবস্থান থেকে সরে এসেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। অবশেষে সংস্থাটির পক্ষ থেকে চার থেকে পাঁচ সদস্যের পর্যবেক্ষক দল পাঠানো হবে মর্মে এদেশের নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
ইউরোপীয় ইউনিয়ন এর ওই চিঠিতে বলা হয়েছে, আগামী ২১ নভেম্বর থেকে ২১ জানুয়ারি পর্যন্ত তারা বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য অবস্থান করবে। এ সময় তাদের প্রতিনিধিদল ভোট পর্যবেক্ষণ করবে। সঙ্গে থাকবে টেকনিক্যাল টিমের আরও দুই সদস্য। তারা নির্বাচনের তফসিলের সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে অবস্থান করবে।
এর আগে, নির্বাচনে সংঘাতের আশঙ্কা করে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে না বলে ইসিকে জানিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটির এই সিদ্ধান্ত নিয়েছিল তাদের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষণ দলের প্রতিবেদনের ওপর ভিত্তি করে। চলতি বছরের জুলাই মাসে ইইউ এর ওই পর্যবেক্ষণ দল বাংলাদেশ সফর করে।
বিষয়: #জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ