শুক্রবার ● ২০ অক্টোবর ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » ২৫ অক্টোবরের পর ইসি’র নির্বাচনী বাজেট
২৫ অক্টোবরের পর ইসি’র নির্বাচনী বাজেট
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
# এবার নির্বাচনী বাজেট আরও বাড়ার ইঙ্গিত
# ঢাকা থেকে শুরু হয়েছে নির্বাচনি সরঞ্জাম বিতরণ
নিজস্ব প্রতিবেদক
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের চূড়ান্ত বাজেট ২৫ অক্টোবরের পর ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। একই সাথে পূর্বে ঘোষিত ১৪শ’ ৪৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট আরও বাড়তে পারে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব তথ্য জানান। পূজার পর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকের পর বাজেট ঘোষণার তারিখ চূড়ান্ত করা হবে বলেও জানান এই ইসি কর্মকর্তা।
এদিকে সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে আজ থেকে ভোটের জন্য প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম বিতরণ কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে ইসি’র এই অতিরিক্ত সচিব জানান, ‘সংসদ নির্বাচনে প্রতিটি ভোটকক্ষের জন্য একটি করে স্বচ্ছ ব্যালট বাক্স প্রয়োজন হয়। আর প্রতি কেন্দ্রে একটি করে অতিরিক্ত স্বচ্ছ ব্যালট বাক্স দেওয়া হয়। সে হিসাবে, আসছে নির্বাচনে ৩ লাখের বেশি স্বচ্ছ ব্যালট বাক্সে আমাদের প্রয়োজন হবে। পুরোনো ব্যালটবাক্স রয়েছে ২ লাখ ৬৭ হাজার। তবে নষ্ট হয়ে যাওয়া ব্যালটবাক্সের ঘাটতি পূরণের জন্য নতুন করে এবার শুধু স্বচ্ছ ব্যালটবাক্স কেনা হচ্ছে ৮০ হাজার। প্রথম দফায় ইসির হাতে এসেছে ৪০ হাজার। তার মধ্য থেকে প্রথম দিনেই ঢাকায় বিতরণ হচ্ছে ১২ হাজার ব্যালটবাক্স।’
তিনি আরো জানান, সংগৃহীত উপকরণের মধ্যে- ব্যালট বাক্সের ঢাকনা কেনা হয়েছে ৫৫ হাজার। এছাড়া গানিব্যাগ ৯০ হাজার, বড় হেসিয়ান ব্যাগ ৬৫ হাজার, ছোট হেসিয়ান ব্যাগ ১ লাখ, মার্কিন সিল ১৪ লাখ ৩৫ হাজার, সিল ৪০ লাখ ৬০ হাজার, অফিসিয়াল সিল ৭ লাখ ১৫ হাজার, ব্রাশ সিল ১ লাখ, লাল গালা ২০ হাজার কেজি এবং অমোচনীয় কালি-কলম ৮ লাখ ১৫ হাজার। এছাড়া ৪ লাখ স্ট্যাম্পপ্যাড সংগ্রহের কাজ প্রক্রিয়াধীন।
ব্যালটবাক্সগুলো পাঠানোর আগে সারাদেশের আঞ্চলিক, জেলা, উপজেলা ও থানা নির্বাচন অফিসের নির্বাচনী সরঞ্জামে রাখার নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্বাচন কমিশনের পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে। নির্বাচনি সব ধরনের সরঞ্জাম ইসি সচিবালয়ের ১০টি আঞ্চলিক নির্বাচন অফিস, প্রতিটি জেলা, উপজেলা ও মেট্রোপলিটন এলাকায় থানা নির্বাচন অফিসে সংরক্ষণ করা হবে। এর পর ভোটের দিন সকালে বা আগের দিন নির্ধারিত কেন্দ্রে এইসব মালামাল পাঠানো হবে।
ইসি’র তথ্য অনুযায়ী, সংসদ নির্বাচনের জন্য এবার সারাদেশে ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১০৩টির। আর এসব ভোটকেন্দ্রে ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬০ হাজারের মতো। ২০২২ সালের হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশে এবার ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। আসনভিত্তিক এই ভোটার তালিকা আগামী ২ নভেম্বর চূড়ান্ত করবে নির্বাচন কমিশন।
বিষয়: #২৫ অক্টোবরের পর ইসি’র নির্বাচনী বাজেট