শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১
Swadeshvumi
মঙ্গলবার ● ৩১ অক্টোবর ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » পরিবেশ প্রতিকূল-অনুকূল যেমনই হোক, যথাসময়েই হবে নির্বাচন: সিইসি
প্রচ্ছদ » জাতীয় » পরিবেশ প্রতিকূল-অনুকূল যেমনই হোক, যথাসময়েই হবে নির্বাচন: সিইসি
১৬৭ বার পঠিত
মঙ্গলবার ● ৩১ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পরিবেশ প্রতিকূল-অনুকূল যেমনই হোক, যথাসময়েই হবে নির্বাচন: সিইসি

সিইসির সঙ্গে বৈঠকে পিটার হাস
---
নিজস্ব প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, পরিবেশ প্রতিকূল-অনুকূল যেমনই হোক না কেন যথাসময়েই অনুষ্ঠিত হবে নির্বাচন।

আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, ‘আমরা দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছি নির্বাচনের জন্য। রাজনৈতিক দলগুলোর ভোটের ব্যাপারে অপশন থাকে। তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, আবার না করলেও পারে। কিন্তু আমাদের কাছে কোন অপশন নাই। তাই রাজনৈতিক পরিবেশ প্রতিকূল-অনুকূল যেমনই হোক না কেন, যথাসময়েই হবে নির্বাচন। সব দিক বিবেচনায় নিয়ে আমরা দৃঢ়ভাবে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘আয়োজক হিসেবে এখনো প্রত্যাশা করবো সবগুলো রাজনৈতিক দল ভোটে অংশ নেবে। প্রতিকূল হলে নির্বাচন হবে না, তা নয়। নির্বাচন যথাসময়ে হবে আমরা এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ।’
সংলাপের ব্যাপাের পিটার হাস কিছু বলেছেন- এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আমরা এবং তারাও (যুক্তরাষ্ট্র) বিশ্বাস করে সংলাপের। উনি (পিটার হাস) বলেছেন, এখনো আহ্বান করবেন বিরাজমান সংকট মোকাবিলায় দলগুলো সংলাপে বসবে।’

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সিইসি’র প্রায় দেড় ঘণ্টা বৈঠক হয়।

এর আগে, চলতি বছরের ১ আগস্ট প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রদূত পিটার হাস। বৈঠক শেষে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ প্রয়োজন। যে সংকট বিরাজ করছে তা রাজনৈতিক। এর সঙ্গে আমাদের কাজের কোনো সংঘাত নেই। কিন্তু এ সমস্যাগুলো যদি রাজনৈতিকভাবে সমাধান হয়ে যায়, তাহলে আমাদের জন্য নির্বাচন আয়োজন অনেক কমফোর্টেবল হবে।

তিনি ওই সময় জানান, কমিশন প্রত্যাশা করে, রাজনৈতিক পরিমণ্ডলে কতগুলো বিষয় প্রকটভাবে রয়েছে, সেগুলো যেকোনো মূল্যে সুরাহা হওয়া প্রয়োজন। একটা স্থিতিশীলতা ফিরে আসুক। যে স্থিতিশীল পরিবেশে আগামী নির্বাচন হবে।

ওই বৈঠক শেষে পিটার হাস সাংবাদিকদের বলেন, আমি সিইসিকে জানিয়েছি, অক্টোবরের শুরুর দিকে যুক্তরাষ্ট্র একটি প্রি-অ্যাসেসমেন্ট প্রি-ইলেকশন মনিটরিং টিম পাঠাবে। এ বিশেষজ্ঞ টিমে ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট, ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা থাকবেন। যাদের নির্বাচন পর্যবেক্ষণ ও প্রস্তুতি নিয়ে অভিজ্ঞতা রয়েছে। অবাধ, সুষ্টু ও শান্তিপূর্ণ নির্বাচনে যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে। এছাড়া, সিইসির সঙ্গে বৈঠকে আরপিওর সর্বশেষ সংশোধন, নতুন দল নিবন্ধনসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।



বিষয়: #  #



আর্কাইভ