শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
Swadeshvumi
মঙ্গলবার ● ৩১ অক্টোবর ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » প্রতিটি শিশুকে শেখ রাসেলের চেতনায় গড়ে তুলতে হবে: স্পিকার
প্রচ্ছদ » জাতীয় » প্রতিটি শিশুকে শেখ রাসেলের চেতনায় গড়ে তুলতে হবে: স্পিকার
১৬৬ বার পঠিত
মঙ্গলবার ● ৩১ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রতিটি শিশুকে শেখ রাসেলের চেতনায় গড়ে তুলতে হবে: স্পিকার

---
নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শেখ রাসেল ছিলো নিষ্পাপ ফুলের মত একজন শিশু। ছোটবেলা থেকেই তার মানসিকতায় ছিল মেধা ও মননের সমাহার। দীপ্তময়, নির্মল, নির্ভীক ও দুর্জয় রাসেলের মন ছিল মানবিকতায় ভরা। এদেশের প্রতিটি শিশুকে শেখ রাসেলের চেতনায় গড়ে তুলতে হবে। জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে গতকাল মঙ্গলবার শেখ রাসেল দিবস-২০২৩ উপলক্ষে পার্লামেন্ট মেম্বার্স ক্লাব প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. শিরীন শারমিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন কারা অন্তরীণ থেকেছেন। সেসময় সব শিশুর মতই বাবার সান্নিধ্য পেতে চাইতো রাসেল। তাই পিতাকে দেখতে রাসেলকে কারাগারে যেতে হতো। তিনি বলেন, ঘাতকেরা মায়ের কাছে নিয়ে যাবার কথা বলে শিশু রাসেলকে নির্মম ভাবে হত্যা করেছিল। বঙ্গবন্ধু ১৯৭৪ সালে শিশু আইন প্রণয়ন করেছিলেন, শিশুদের পূর্ণাঙ্গভাবে বিকশিত করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিলেন। তিনি বলেন, ১৯৮৯ সালে জাতিসংঘ শিশু অধিকার সনদ গৃহীত হওয়ার অনেক আগে থেকে শিশুদের অধিকার নিয়ে কাজ করেছিলেন বঙ্গবন্ধু।
স্পিকার বলেন, শিশু হত্যাকে কোন কিছুর বিনিময়েই সমর্থন করা যায় না। ১৯৭৫ সালের বিভীষিকাময় সেই রাতে কোন রাজনীতির অংশ না হয়েও ঘাতকের বুলেটে কোমলমতি শিশু রাসেলকেও প্রাণ দিতে হয়েছিল। তিনি বলেন, শিশুদের আনন্দঘন পরিবেশে মুক্তচিন্তা নিয়ে গড়ে তুলতে হবে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের শিক্ষা,  স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করে সহিংসতামুক্ত পরিবেশে নিরাপদে গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।
আজকের শিশুরাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবে এমন আশাবাদ ব্যক্ত করেন স্পিকার। অনুষ্ঠানে শেখ রাসেলের স্মরণে বিশেষ দোয়া পরিচালনা করেন জাতীয় সংসদ সচিবালয় মসজিদের পেশ ইমাম মাওলানা মো. আবু রায়হান। এরপর স্পিকার রাসেল স্মরণে থিম সং, শেখ রাসেলকে নিয়ে প্রামাণ্য চিত্র, বাংলাদেশ শিশু একাডেমির পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং জাতীয় সংসদ সচিবালয় ও শিশু একাডেমীকে এ ধরনের আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সংসদ উপনেতা মতিয়া চৌধুরী এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে- হুইপ ইকবালুর রহিম, সংসদ সদস্যবৃন্দ, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিবৃন্দ, বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, শিশু শিল্পী, অভিভাবকবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ  জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



বিষয়: #



আর্কাইভ