শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১
Swadeshvumi
মঙ্গলবার ● ৭ নভেম্বর ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » ডিসি-এসপিসহ ইসির মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রশিক্ষণ
প্রচ্ছদ » জাতীয় » ডিসি-এসপিসহ ইসির মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রশিক্ষণ
১৩০ বার পঠিত
মঙ্গলবার ● ৭ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডিসি-এসপিসহ ইসির মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রশিক্ষণ


ইসি’র নির্বাচন প্রস্তুতি
---

# দ্বিতীয় দফার এই প্রশিক্ষণ শুরু হবে শুক্রবার
# দু’দিনের এই প্রশিক্ষণে থাকবেন ১১৪ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসন (ডিসি-এসপি) এবং ইসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে আবারও প্রশিক্ষণের দিনক্ষণ ধার্য করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপের এই প্রশিক্ষণ চলবে আগামী শুক্র ও শনিবার (১০-১১ নভেম্বর)। ওই দু’দিন আগারগাঁও এর নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ইসি’র এই প্রশিক্ষণ কর্মসূচি চলবে সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত। এ পর্যায়ে প্রশিক্ষণ পাবেন ডিসি-এসপিসহ ১১৪ কর্মকর্তা। গতকাল সোমবার (৬ নভেম্বর) ইটিআই এর মহাপরিচালক এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত সংশ্লিষ্টদের পাঠানো এক চিঠিতে এ তথ্য জানা যায়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্য চার কমিশনার- আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মোহাম্মদ আলমগীর ও আনিছুর রহমান। এর আগে, ইসির দু’দিনের আবাসিক এই প্রশিক্ষণ গত ২ ও ৩ নভেম্বর হওয়ার কথা ছিল। কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের পুজা এবং হরতাল-অবরোধের কারণে দ্বিতীয় ধাপের প্রশিক্ষণের তারিখ দু’বার পেছানো হয়।
প্রশিক্ষণের জন্য পাঠানো ওই পত্রে ইসি জানায়, সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত এবারের প্রশিক্ষণে- বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, উপ-মহাপুলিশ পরিদর্শক, জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সিনিয়র জেলা, জেলা নির্বাচন অফিসারদের আমন্ত্রণ জানানো হয়েছে।
এ দফায় প্রশিক্ষণে অংশ নেবেন ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের বিভাগীয় কমিশনারগণ। এছাড়া গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, নারায়নগঞ্জ, ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জ জেলার ডিসি, এসপি ও জেলা নির্বাচন অফিসারকে প্রশিক্ষণে অংশ নিতে চিঠি পাঠানো হয়েছে। সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান এবং বরিশাল জেলার ডিসি-এসপি ও নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণে অংশ নিতে চিঠি দেয়া হয়েছে।
এর আগে গত ১৪ ও ১৫ অক্টোবর দেশের ৩২টি জেলার ডিসি, এসপি, চার বিভাগে বিভাগীয় কমিশনার ও মেট্রোপলিট্রন পুলিশ কমিশনারসহ মোট ১১৬ জন নিয়ে প্রথম ধাপের প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করে নির্বাচন কমিশন।



বিষয়: #



আর্কাইভ