শিরোনাম:
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
Swadeshvumi
শুক্রবার ● ১০ নভেম্বর ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন আ.লীগের আফজাল হোসেন
প্রচ্ছদ » জাতীয় » বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন আ.লীগের আফজাল হোসেন
১৩৭ বার পঠিত
শুক্রবার ● ১০ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন আ.লীগের আফজাল হোসেন

পটুয়াখালী-১ আসনে উপনির্বাচন

---

নিজস্ব প্রতিবেদক

পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আফজাল হোসেন। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আজ গতকাল (বৃহস্পতিবার, ৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. নূর কুতুবুল আলম তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

রিটার্নিং অফিসার নূর কুতুবুল আলম গণমাধ্যমকে জানান, ইসির তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার ছিলো মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং আগামী ২৬ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এই উপনির্বাচনে আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় মনোনয়ন প্রত্যাহারের সময় শেষে আফজাল হোসেনকে নির্বাচিত ঘোষণা করা হয়। 

গত ১ নভেম্বর এই আসনে উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র গ্রহণ করা হয়। গত ২ নভেম্বর জেলা প্রশাসকের দরবার হলে মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাইয়ে কোনো ত্রুটি না থাকায় আফজাল হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। 

এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৩ হাজার ২৫৬ জন। গত ২১ অক্টোবর বার্ধক্যজনিত কারণে পটুয়াখালী-১ আসনের তৎকালীন সংসদ সদস্য অ্যাডভোকেট শাহজাহান মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। গত ২৪ নভেম্বর ইসি’র ২৫ তম কমিশন সভা শেষে ওই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন সংস্থাটির মুখপাত্র ও সচিব জাহাংগীর আলম।



বিষয়: #



আর্কাইভ