শুক্রবার ● ১০ নভেম্বর ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » ভোটের মাঠের স্বচ্ছতা আপনাদেরই দৃশ্যমান করতে হবে: সিইসি
ভোটের মাঠের স্বচ্ছতা আপনাদেরই দৃশ্যমান করতে হবে: সিইসি
নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
# ক্ষমতা প্রয়োগ নয়, কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ
বিশেষ প্রতিনিধি
প্রধান নির্বচান কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘নির্বাচন নিয়ে এখন পুরো দেশ মাতোয়ারা। এর পক্ষে-বিপক্ষে প্রতিদিন নানা বক্তব্য হচ্ছে।এমনকি এটা গ্লোবাল ডাইমেনশনও পেয়ে গেছে। ভোট পর্যবেক্ষণে বিভিন্ন দেশও আসছে। পুরো জাতি তাকিয়ে আছে। তাই নির্বাচনী কার্যক্রম ও ভোটের মাঠে স্বচ্ছতা দৃশ্যমান করতে ডিসি-এসপিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন সিইসি।
আজ সকালে (শুক্রবার, ১০ নভেম্বর) ডিসি-এসপি ও মাঠ প্রশাসনের নির্বাচন কর্মকর্তাদের নিয়ে নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত দু’দিনবাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে সিইসি বলেন, ‘ভোট কীভাবে সুষ্ঠু হবে আমার জানা নেই। ভোট সুষ্ঠু করতে দায়িত্ব আপনাদের। আপনাদের প্রতি অনুরোধ, ভোটের মাঠে ক্ষমতা প্রয়োগ করে নয়, দায়িত্ববোধ দিয়ে নির্বাচনকে অনুধাবন করার। আমাদের মূল কাজ হচ্ছে জনগণের ভোটাধিকারের স্বাধীনতা যেন ব্যাহত না হয়। সবাই যেন ভোট দিতে পারে। ভোটের দিনের পুরো জাতি দেখবে, পরিবেশ গণমাধ্যম তুলে ধরবে। ভোটার লাইনে দাঁড়িয়ে আছে, মোট কক্ষ থেকে বেরিয়ে আসছে। কিন্তু ভোট কক্ষের ভিতরে যদি কেউ সিল মারতে থাকে তাহলে আমাদের নিরপেক্ষতাও প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে, কেন এটা হলো। তাই ভোটারদের ভোটাধিকার প্রয়োগের স্বাধীনতা যাতে ব্যাহত না হয় সেব্যাপারে আপনারা সতর্ক থাকবেন।’
সিইসি বলেন, ‘নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকলে অপপ্রচার রোধ করা সম্ভব আপনারা সেদিকে লক্ষ্য রাখবেন। কমিশন থেকে আমরা দেখতে চাই, আপনারা এমনভাবে দায়িত্ব পালন করবেন যাতে নির্বাচনটা অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ হয়।
নির্বাচনের গুরুত্বটা আপনারা অনুধাবন করবেন। কারণ গণতন্ত্রের চেতনা বাঁচিয়ে রাখতে ভোটের স্বচ্ছতা খুবই গুরুত্বপূর্ণ।’ এজন্য নির্বাচনকে গ্রহণযোগ্য এবং প্রশ্নের ঊর্ধে রাখতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নানা দিক নির্দেশনা দেন সিইসি।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে দ্বিতীয় দফায় দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু করলো সংস্থাটি। এ পর্যায়ে প্রশিক্ষণে অংশ নিয়েছেন ৩১ জেলার ডিসি-এসপিসহ ইসির মাঠ প্রশাসনের ১১৪ জন কর্মকর্তা। সকাল ৯টায় থেকে বিকেল ৫টা পর্যন্ত এই প্রশিক্ষণ শেষ হবে শনিবার।
এ ধাপে প্রশিক্ষণে অংশ নিয়েছেন- বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, উপ-মহাপুলিশ পরিদর্শক, জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসাররা। তবে বিএনপি জোটের হরতাল-অবরোধের কারণে এর আগেও দ্বিতীয় ধাপের এই প্রশিক্ষণের তারিখ তিন দফা পিছানো হয়। এর আগে নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত ১ম পর্যায়ের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় গত ১৪ ও ১৫ অক্টোবর। সে সময় প্রশিক্ষণে অংশ নেন ১১৬ জন কর্মকর্তা।
ইসি তথ্য অনুযায়ী, ইসির প্রশিক্ষণ শেষে এই প্রশিক্ষকরাই মাঠ পর্যায়ের প্রায় ১০ লাখ ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দিবেন। এরপর ধাপে ধাপে প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ দেয়া হবে। এই প্রশিক্ষণগুলোতে নির্বাচনী আইন, বিধিমালা, নির্বাচন পরিচালনা বিধি, আচরণবিধিসহ সার্বিক বিষয় তুলে ধরার পাশাপাশি সংশ্লিষ্টদের দায়িত্ব, কর্তব্য ও করণীয় বিষয়ে ধারণা দেয়া হবে।
ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের বিভাগীয় কমিশনার প্রশিক্ষণে অংশনেবেন। এছাড়া গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, নারায়নগঞ্জ, ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জ জেলার ডিসি, এসপি ও জেলা নির্বাচন অফিসারকে প্রশিক্ষণে অংশ নিতে চিঠি পাঠানো হয়েছে। সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙগামাটি, বান্দরবান ও বরিশাল জেলার এসডি, ডিসি ও নির্বাচন কর্মকর্তাদেরও চিঠি দেয়া হয়েছে প্রশিক্ষণে অংশ নিতে।
এদিকে ইসি সূত্রে জানা গেছে, চলতি বছরের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার লক্ষ্য নিয়ে সকল কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এতে ভোটগ্রহণ জানুয়ারির প্রথম সপ্তাহে হওয়ার কথা রয়েছে।
এইদিকে দ্বাদশ সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করে ইসি। সেখানে দেখা যায়, দেশে বর্তমান মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। ইসির দেওয়া তথ্যানুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটার ৮৫২। আসন্ন দ্বাদশ নির্বাচন আয়োজনে প্রায় ১০ লাখ ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ করা হবে।
বিষয়: #ভোটের মাঠের স্বচ্ছতা আপনাদেরই দৃশ্যমান করতে হবে: সিইসি