শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১
Swadeshvumi
শনিবার ● ১১ নভেম্বর ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » সংসদ ভোটের জন্য প্রায় ১০ লাখ প্রশিক্ষিত জনবল তৈরি করছে ইসি
প্রচ্ছদ » জাতীয় » সংসদ ভোটের জন্য প্রায় ১০ লাখ প্রশিক্ষিত জনবল তৈরি করছে ইসি
১২৭ বার পঠিত
শনিবার ● ১১ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সংসদ ভোটের জন্য প্রায় ১০ লাখ প্রশিক্ষিত জনবল তৈরি করছে ইসি

নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আসাদুজ্জামান আরজু
# দু’দফায় প্রশিক্ষণ নিলো ২৩০ জন মাঠ প্রশাসনের ঊধর্বতন কর্মকর্তা


নিজস্ব প্রতিবেদক


আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশের প্রায় ১০ লাখ প্রশিক্ষিত জনবল তৈরির পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে তারা। এই প্রশিক্ষণের আওতায় থাকা মাঠ প্রশাসনের তৃণমূল কর্মকর্তাদের অন্তত ২২ ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আসাদুজ্জামান আরজু। সংসদ নির্বাচনের আগে নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ে ডিসি-এসপি ও মাঠ প্রশাসনের নির্বাচন কর্মকর্তাদের নিয়ে দ্বিতীয় দফায় দু’দিনবাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।

প্রশিক্ষণে অংশ নেওয়া মাঠ প্রশাসনের ঊধর্বতন এই কর্মকর্তারাই ভোটের সময় রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে তাদের প্রতি একটাই প্রধান বার্তা ছিল যে, তারা যেন ভোটের মাঠে নিজ নিজ সাংবিধানিক ও আইনি দায়িত্ব যথাযথভাবে পালনে সচেষ্ট থাকেন। আর সেই দায়িত্ব পালনে ইসি’র পক্ষ থেকে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রয়োজনীয় সব ধরনের দিক-নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া নির্বাচনে একটি উৎসবমুখর পরিবেশ তৈরির জন্য যা যা করা দরকার, তা যেন তারা করেন। সবাই যাতে সমান সুযোগ পায় এবং ভোটাররা যেন নির্ভয়ে তাদের ভোট দিতে পারেন। আর এসব দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালন করে সুষ্ঠু ভোট অয়োজনে ইসিকে সহায়তা করবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন’।

ইটিআই থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুই দফায় নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত এই প্রশিক্ষণ নিয়েছে ২৩০ জন মাঠ প্রশাসনের ঊধর্বতন কর্মকর্তা। প্রথম পর্যায়ে ছিলো রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল জোনের কর্মকর্তাদের প্রশিক্ষণ। গত ১৪ ও ১৫ অক্টোবর অনুষ্ঠিত সেই প্রশিক্ষণে অংশ নেন ১১৬ জন কর্মকর্তা। আর দ্বিতীয় দফা অংশ নেন ৩১ জেলার ডিসি-এসপিসহ ইসির মাঠ প্রশাসনের ১১৪ জন কর্মকর্তা। প্রশিক্ষণে অংশ নিতে গত ১০ ও ১১ নভেম্বর ঢাকায় আসনে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের ডিসি-এসপিসসহ মাঠ প্রশাসনের ঊধর্বতন কর্মকর্তারা। তবে বিএনপি জোটের হরতাল-অবরোধের কারণে এর আগেও দ্বিতীয় ধাপের প্রশিক্ষণের তারিখ তিন দফা পিছানো হয়।

ডিসি-এসপিসসহ মাঠ প্রশাসনের ঊধর্বতন কর্মকর্তাদের নিয়ে এই প্রশিক্ষণের পর মাঠের তৃণমূল পর্যায়ের প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ ডিসেম্বরের মাঝামাঝিতে শুরু হবে বলে আশা করছেন তিনি। তবে এই প্রশিক্ষণের তারিখ চূড়ান্ত হবে সংসদ ভোটের তফসিল ঘোষণার পর। সবমিলিয়ে এবারে সংসদ নির্বাচনের জন্য দেশব্যাপী প্রায় ৯ লাখের বেশি কর্মকর্তাকে প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করার কার্যক্রম চলছে। এ লক্ষ্যে উপজেলা পর্যায়ের প্রথম শ্রেণীর ৩ হাজার ২শ’ কর্মকর্তাদের টিওটি কর্মসূচির মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এরই মধ্যে অর্ধেকের বেশি কর্মকর্তাকে টিওটি দেওয়া হয়েছে। নভেম্বরের মধ্যেই বাকিদেরও প্রশিক্ষণ শেষ হবে বলে জানান তিনি।

প্রশিক্ষণ শেষে এই প্রশিক্ষকরাই মাঠ পর্যায়ের প্রায় ১০ লাখ ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দিবেন। এরপর ধাপে ধাপে প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ দেয়া হবে। এই প্রশিক্ষণগুলোতে নির্বাচনী আইন, বিধিমালা, নির্বাচন পরিচালনা বিধি, আচরণবিধিসহ সার্বিক বিষয় তুলে ধরার পাশাপাশি সংশ্লিষ্টদের দায়িত্ব, কর্তব্য ও করণীয় বিষয়ে ধারণা দেয়া হবে।

এইদিকে দ্বাদশ সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করে ইসি। সেখানে দেখা যায়, দেশে বর্তমান মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। ইসির দেওয়া তথ্যানুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটার ৮৫২। আসন্ন দ্বাদশ নির্বাচন আয়োজনে প্রায় ১০ লাখ ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ করা হবে।



বিষয়: #



আর্কাইভ