শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ১৫ মাঘ ১৪৩১
Swadeshvumi
সোমবার ● ১৩ নভেম্বর ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » অনলাইনে মনোনয়নপত্র ও তথ্যসেবা নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা আনবে: সিইসি
প্রচ্ছদ » জাতীয় » অনলাইনে মনোনয়নপত্র ও তথ্যসেবা নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা আনবে: সিইসি
১৭২ বার পঠিত
সোমবার ● ১৩ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অনলাইনে মনোনয়নপত্র ও তথ্যসেবা নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা আনবে: সিইসি

ইসি’র নির্বাচনী অ্যাপস উদ্বোধন

---

নিজস্ব প্রতিবেদক

দেশের নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে জনমনের বিভ্রান্তি দূর করতে ইসির ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ বিডি’ ও ‘অনলাইন নমিনেশন সাবমিশন সিস্টেম’ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সিইসিসহ নির্বাচন কমিশনরা। একই সঙ্গে তথ্য-প্রযুক্তিগত ইসির পদক্ষেপ নির্বাচনী সংস্কৃতিতেও ইতিবাচক পরিবর্তন আনবে। সংসদ নির্বাচন উপলক্ষ্যে গতকাল (১২ নভেম্বর, রবিবার) নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অনলাইনভিত্তিক এ দুটি সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।

---

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপস নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ মনোনয়নপত্র জমা দিতে গিয়ে প্রার্থীদের যে শো-ডাউন, এটা আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে। এতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হতে পারে। অনেক সময় সংঘাতও হতে পারে। এটাকে সহজ করা হয়েছে। এই প্রযুক্তি নির্বাচনে অনলাইন মনোনয়ন দাখিল, প্রার্থীদের আচরণবিধি ঠিক রাখতে এবং নানা অনাচার বন্ধে কাজ করবে’। এসময় ভারতের উদাহরণ তুলে ধরে সিইসি বলেন, পাশ্বর্বর্তী দেশের মতো ভবিষ্যতে এদেশে অনলাইন ভোটিং সিস্টেম চালু হতেও পারে, তবে এখনো তা নিশ্চিত নয়।

---

অনুষ্ঠানে উপস্থিত থাকা ১৯টি নিবন্ধিত রাজনৈতিক দলের উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশে সিইসি বলেন, ‘অনলাইন মনোনয়নপত্র জমা সব প্রার্থী ও রাজনৈতিক দলের প্রার্থীদের জন্য। আর স্মার্ট ইলেকশন অ্যাপ সাধারণ মানুষের জন্য। এটা ব্যবহারে ব্যাপক প্রচারের পাশাপাশি সবাইকে উদ্বুদ্ধ করতে হবে। প্রযুক্তির যে পরিবর্তন বিগত ৫০ থেকে ৬০ বছরে যা হয়েছে- এটা অবিস্মরণীয়। প্রযুক্তির সঙ্গে আমরা নিজেকে মেলাতে যদি না পারি, তবে পিছিয়ে যাবো। পৃথিবী এগিয়ে যাচ্ছে প্রযুক্তির মাধ্যমে আমাদেরও এগিয়ে যেতে হবে। অনলাইন সাবমিশনের ফলে পুরো নির্বাচনি ব্যবস্থাপনা আরও সহজ ও পরিশুদ্ধ হতে পারে।’

---

আলোচনায় ইসি আহসান হাবিব খান বলেন, ‘অতীতের আমরা দেখেছি নমিনেশন দাখিলের দিনই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা শোডাউন করে শত শত মোটরসাইকেল নিয়ে আসতেন, এতে তাদের শক্তি প্রদর্শিত হতো। এতে শুরুতেই তারা আচরণবিধি লঙ্ঘন করতেন’। এই ব্যবস্থায় তাদের এই প্রবণতা বন্ধ হবে এবং এই উদ্যোগ দেশে-বিদেশে প্রসংশিত হবে- এমন প্রত্যাশা করেন তিনি।

---

ইসি রাশেদা সুলতানা বলেন, ‘আমরা জানি এবং মানি, আমরা চাই বা না চাই, আমাদের প্রত্যেকের জীবন এখন প্রযুক্তি নির্ভরশীল। প্রযুক্তিকে আমরা অস্বীকার করতে পারি না। প্রযুক্তিনির্ভর এই যুগে অনলাইনভিত্তিক এই নির্বাচনী তথ্যসেবা অনিয়ম রোধে ইতিবাচক ভূমিকা রাখবে। আমরা দেখেছি পার্শবর্তী দেশ ভারতেও এ ধরনের অ্যাপস ব্যবহার হয়েছে, তারা ইতিবাচক ফলও পেয়েছেন তা থেকে। আমরাও ভালো ফল পাবো।

---

নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেন, গত কমিশন অনলাইনে মনোনয়ন দাখিলের বিষয়টি আইনে অন্তর্ভুক্ত করেছিল। কিন্তু সেটা খুব একটা বাস্তবায়ন করতে পারেনি। সেটা আজকে বাস্তবায়ন হলো, সেজন্য  খুব ভালো লাগছে। এই অ্যাপস অপপ্রাচার রোধ ও ভোট নিয়ে জনমনের বিভ্রান্তি দূর করতে সহায়ক হবে।

ইসি আনিছুর রহমান বলেন, ‘এই কমিশন দায়িত্ব গ্রহণের পর থেকেই সবকিছু স্বচ্ছভাবে করে আসছে। নতুন অ্যাপ অধিকতর জবাবদিহিতা এবং স্বচ্ছতার টুলস হিসেবে ব্যবহার হবে। আগে সশরীরে মনোনয়ন জমা দিতে এসে অনেক লোকসমাগম হতো এবং অনাকাঙিক্ষত ঘটনার শিকার হতে হতো। এসব কারণেই আমরা একটা অনলাইন সিস্টেম চালু করা হয়েছে। 

---

অনুষ্ঠানে জানানো হয়, অ্যানড্রয়েড ও অ্যাপেল মোবাইল ইউজাররা এই অ্যাপস ব্যবহার করতে পারবেন। এ দুটি সিস্টেম আজ উদ্বোধন করা হলেও সবার জন্য তা উন্মুক্ত করা হবে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর। ১০ বছর মেয়াদি এই পদ্ধতি চালু করতে ইসিকে ব্যয় হচ্ছে প্রায় ২১ কোটি টাকা। যার মধ্যে সফটওয়্যারের পেছনে ৯ কোটি ১১ লাখ এবং হার্ডওয়ারের পেছনে ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ৭৮ লাখ টাকা।

---

এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের আহ্বানে সাড়া দিয়ে নির্বাচন পর্যবেক্ষণে আসতে ইসি’র কাছে অফিসিয়ালি আবেদন করেছে- আফ্রিকান ইলেক্টোরাল অ্যালায়েন্স-এর ১১ সদস্যের একটি প্রতিনিধিদল। গতকাল রবিবার নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলমের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া নির্বাচন পর্যবেক্ষণের জন্য অস্ট্রেলিয়ার একজন নাগরিক তার নিবন্ধন কার্য সম্পন্ন করেছেন বলেও জানিয়েছে ইসির জনসংযোগ বিভাগ।



বিষয়: #



আর্কাইভ