শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ১৫ মাঘ ১৪৩১
Swadeshvumi
বুধবার ● ১৫ নভেম্বর ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » তফসিলের প্রতিবাদে কাল সকাল-সন্ধ্যা হরতাল গণতন্ত্র মঞ্চ
প্রচ্ছদ » জাতীয় » তফসিলের প্রতিবাদে কাল সকাল-সন্ধ্যা হরতাল গণতন্ত্র মঞ্চ
১৯৩ বার পঠিত
বুধবার ● ১৫ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তফসিলের প্রতিবাদে কাল সকাল-সন্ধ্যা হরতাল গণতন্ত্র মঞ্চ

নিজস্ব প্রতিবেদক


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে গণতন্ত্র মঞ্চ। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ থেকে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি দিয়েছে সংগঠনটি। রাজধানীর তোপখানা রোডের বিএমএ ভবনের সামনে থেকে আজ বুধবার সন্ধ্যায় মিছিল শুরু করেন গণতন্ত্র মঞ্চের নেতা-কর্মীরা। মিছিলটি পল্টন মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে। সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ থেকে তফসিল ঘোষণার প্রতিবাদে আগামীকাল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়।


সমাবেশে গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ বলেন, ‘দলীয় সরকারের অধীনে একতরফা নির্বাচন আয়োজনের তফসিল প্রত্যাখ্যান করছি। গণদাবির বিপক্ষে গিয়ে প্রহসনের তফসিল ঘোষণায় গণতন্ত্র মঞ্চ এই নির্বাচন কমিশনকেও প্রত্যাখ্যান করছে।’ তিনি দেশবাসীকে এই তফসিল প্রত্যাখ্যান করার আহ্বান জানান ও আগামীকাল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করেন।


বিক্ষোভ মিছিলে ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন প্রমুখ। পঞ্চম দফায় বিএনপিসহ বিরোধী দল ও জোটগুলোর ডাকা দুই দিনের অবরোধ কর্মসূচি আজ শুরু হয়েছে। আগামী শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত সারা দেশে সড়ক, রেল ও নৌপথে এ অবরোধ কর্মসূচি চলবে। অবরোধ কর্মসূচির মধ্যেই হরতালের ডাক দিল বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চ।



বিষয়: #



আর্কাইভ