শিরোনাম:
ঢাকা, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
Swadeshvumi
সোমবার ● ২৭ নভেম্বর ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » চাঁদপুর-৪ আসনে নৌকার মাঝি সাংবাদিক শফিকুর রহমান
প্রচ্ছদ » জাতীয় » চাঁদপুর-৪ আসনে নৌকার মাঝি সাংবাদিক শফিকুর রহমান
১৬৮ বার পঠিত
সোমবার ● ২৭ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাঁদপুর-৪ আসনে নৌকার মাঝি সাংবাদিক শফিকুর রহমান

---

নিজস্ব প্রতিবেদক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে লড়তে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ)  আসন থেকে পুনরায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমান এমপি।

গতকাল রবিবার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলটির মনোনীত সব প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এদিকে পুনরায় মনোনয়ন পাওয়ার খবরে জাতীয় প্রেসক্লাব চত্বরে মুহম্মদ শফিকুর রহমানের সমর্থকরা মিছিলের মাধ্যমে তাকে অভিবাদন জানায়। এই খবরে তার নির্বাচনী এলাকা ফরিদগঞ্জ, চাঁদপুরসহ সারা দেশের সাংবাদিকদের মধ্যেও বইছে আনন্দের বন্যা।

গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ আসন থেকে একমাত্র পেশাদার সাংবাদিক হিসেবে মুহম্মদ শফিকুর রহমান নির্বাচিত হয়েছিলেন।

---

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি সশস্ত্র যুদ্ধে অংশ নিয়েছিলেন। পরে যুক্তরাজ্য ও জাপানে সাংবাদিকতার ওপর উচ্চতর ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় তিনি ইত্তেফাক-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। তিনি পর পর দুইবার (২০১৫-২০১৮ পর্যন্ত) জাতীয় প্রেসক্লাবের সভাপতি ছিলেন। তিনি বেসরকারি সিটিজেন টেলিভিশনের চেয়ারম্যান ও প্রধান সম্পাদক।

রবিবার আওয়ামী লীগের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আয়েজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ৩শ’ আসনের মধ্যে ২৯৮টি আসনের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাকি দুটি আসনের মনোনীত প্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে বলে জানান তিনি।

চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আগে আজ সকাল সাড়ে ১০টার দিকে গণভবনে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চলতি বছর আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ৩ হাজার ৩৬২ জন। সর্বশেষ গত ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তার আগের সংসদের ৫৬ জন এমপি দলীয় মনোনয়ন পাননি। আবার ২০১৪ সালের নির্বাচনে তার আগের সংসদের ৪৯ জনকে মনোনয়ন দেওয়া হয়নি।



বিষয়: #



আর্কাইভ