শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১
Swadeshvumi
শুক্রবার ● ৮ ডিসেম্বর ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » প্রার্থিতার জন্য চারদিনে ইসিতে ৪৩১ জনের আপিল
প্রচ্ছদ » জাতীয় » প্রার্থিতার জন্য চারদিনে ইসিতে ৪৩১ জনের আপিল
১৫৪ বার পঠিত
শুক্রবার ● ৮ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রার্থিতার জন্য চারদিনে ইসিতে ৪৩১ জনের আপিল

---

# আপিলকারীদের ন্যায়বিচার নিশ্চিত করা হবে: অতিরিক্ত সচিব

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে চতুর্থ  দিন আবেদন করেছেন ৪৩১ জন । তার মধ্যে প্রথম দিনে আপিল ছিলো ৪২ জনের। দ্বিতীয় দিন ১৪১ জন, তৃতীয় দিন ১৫৫েএবং গতকাল (৮ ডিসেম্বর) চতুর্থ দিন আপিল করেন ৯৩ জন। এছাড়া যাচাই-বাছাইয়ে বৈধতা পাওয়া বেশকিছু প্রার্থীর বিরুদ্ধেও আপিল আবেদন জমা পড়েছে। 

গতকাল শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে ইসি সূত্রে এই তথ্য জানা যায়। এর আগে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে যারা আপিল করছেন তাদের শতভাগ ন্যায় বিচার নিশ্চিত করা হবে। 

ছোটখাটো ভুল-ত্রুটি সমাধান করে প্রার্থিতা ফেরত পাওয়ার আবেদন করলে কমিশন বিবেচনা করবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা কমিশন বিবেচনা করবে, অ্যাডভান্স তো বলতে পারি না। কমিশন অবশ্যই ন্যায়বিচার করে তাদের আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে। মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করেও কিছু আপিল হয়েছে। সেগুলোর বিরুদ্ধে যদি প্রমাণ পান বাতিল করবেন কি না-েএমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই।

এ বিষয়ে আরপিওর তথ্য তুলে ধরে তিনি জানান, আইনেই আছে শুধু রিটার্নিং অফিসারের রিজেকশন না, রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে। অ্যাকসেপ্টেন্সের বিরুদ্ধেও আপিল হবে, রিজেকশনের বিরুদ্ধে আপিল হবে। যেহেতু আইনে আছে, কমিশন যথাযথ সিদ্ধান্ত নেবে।

---

মনোনয়ন পত্র যারা জমা দিতে পারেননি তাদের বিষয়ে কী সিদ্ধান্ত হবে- এমন প্রশ্নের জবাবে ইসির অতিরিক্ত সচিব বলেন, সময়মতো হাজির হয়ে যদি তারা মনোনয়ন জমা দিতে না পারেন, তারা তো হাইকোর্টে গিয়েছিলেন। হাইকোর্ট যদি নিদেশনা দেয় তাহলে রিটার্নিং অফিসার মনোনয়নপত্র গ্রহণ করবেন। হাইকোর্ট থেকে যদি তারা প্রতিকার না পান, সেক্ষেত্রে আমাদের কিছু করণীয় নেই।

শুক্রবার বিকেল পর্যন্ত ইসিতে জমা পড়া আপিলগুলোর মধ্যে রয়েছেন- ঢাকা অঞ্চলের ১৭ জন,  কুমিল্লার ১১, চট্টগ্রামের ৯, ফরিদপুরের ৫, সিলেটের ৪, ময়মনসিংহেরর ১৪, বরিশালের ৪,  খুলনার ১১, রাজশাহীর ১৩ ও রংপুর অঞ্চলের ৫ জন প্রার্থী। এবারের সংসদ নির্বাচনে ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল ২ হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেন ৭৩১ জনের।

এদিকে গেলো চারদিনে রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে বৈধতা পাওয়া বেশকিছু প্রার্থীর বিরুদ্ধে ইসিতে আপিল আবেদন জমা পড়েছে। কিশোরগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল চেয়ে আপিল করেছেন নৌকার প্রার্থী নাসিরুল ইসলাম খান। আপিলে নাসিরুল ইসলাম খান অভিযোগ করেন, রুপালী ব্যাংক পুরানা পল্টন, কর্পোরেট শাখা থেকে ৫ কোটি ৭০ লাখ টাকা ঋণের বিপরীতে গ্যারান্টার মো. মজিবুল হক দীর্ঘদিন ঋণ খেলাপি হিসাবে আছেন। এছাড়া ভিনদেশে নাগরিকত্বের অভিযোগে ফরিদপুর-৩ (সদর) আওয়ামী লীগের প্রার্থী শামীম হকের মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন করেন স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। 

আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থীরা  আপিল করতে পারবেন। আর ১০ থেকে ১৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী  তালিকা ঘোষণা করবে নির্বাচন কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি।

ইসি/এলিস/



বিষয়: #



আর্কাইভ