শিরোনাম:
ঢাকা, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
Swadeshvumi
রবিবার ● ১০ মার্চ ২০২৪
প্রচ্ছদ » জাতীয় » কিছু অপ্রীতিকর ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণ হয়েছে: সিইসি
প্রচ্ছদ » জাতীয় » কিছু অপ্রীতিকর ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণ হয়েছে: সিইসি
১১০ বার পঠিত
রবিবার ● ১০ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কিছু অপ্রীতিকর ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণ হয়েছে: সিইসি

---


# বিচ্ছিন্ন ১৮ ঘটনায় ৫৩ জন গ্রেপ্তার

# দুই সিটিতে গড় ভোটের হার প্রায় ৫০ ভাগ


নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের দুই শতাধিক নির্বাচনের ভোটের পরিবেশ সার্বিকভাবে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ছিলো বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। শনিবার ভোটগ্রহণ শেষে বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। 

সিইসি জানান, ‘শনিবার (৯ মার্চ) অনুষ্ঠিত হওয়া স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের অনুষ্ঠিত হওয়া দুই শতাধিক নির্বাচনের অধিকাংশই ছিলো উপ-নির্বাচন। ময়মনসিংহে সব পদে সাধারণ নির্বাচন ও কুমিল্লা সিটিতে ভোটগ্রহণ হয় মেয়র পদে উপ-নির্বাচনে। দুই সিটিতে গড়ে ভোটের হার প্রায় ৫০ শতাংশ। ভোটের দিন কোথাও প্রভাব খাটানো হয়েছে, হস্তক্ষেপ করা হয়েছে- এমন অভিযোগ পাওয়া যায়নি। তবে কয়েকটি স্থানে দু’চারটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। কুমিল্লায় কেন্দ্রের বাইরে গোলাগুলি হয়েছে, ছুরিকাঘাতও হয়েছে একটি কেন্দ্রে। তবে কেন্দ্রের ভেতরে ভোট প্রভাবিত হয়নি। সব মিলিয়ে ১৮টি অপ্রীতিকর ঘটনায় ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। কুমিল্লায় উল্লেখযোগ্য দুয়েকটি ঘটনা ঘটেছে। 

এ সময় উপস্থিত নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেন, ‘আমরা খোঁজ নিয়ে জেনেছি কুমিল্লায় প্রত্যেক প্রার্থীই কমবেশি শক্তি প্রয়োগ করেছেন। ভোটকেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। আইন শৃঙ্খলাবাহিনীকে জড়িতদের গ্রেফতার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি৷ বলেন, আমরা বলেছিলাম (ঘটনায় জড়িতদের) যাকে পাওয়া যায়, তাকেই যেন গ্রেফতার করা হয়। পরবর্তীকালে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।’

ময়মনসিংহ সিটি নির্বাচনে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ৪৯ শতাংশ ভোট পড়ে বলে জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেন, ভোটকেন্দ্রের বাইরে যে ঘটনা ঘটেছে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা হয়। তুলনা করলে খুই নগন্য এটা। সার্বিকভাবে আমরা বলতে পারি, ভোট শান্তিপূর্ণ হয়েছে। নির্বাচন কমিশনার আহসান হাবিব খান জানান, আমরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট চেয়েছিলাম। ভোটকেন্দ্রের বাইরে যে ঘটনা ঘটেছে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা হয়। তিনি জানান, বরগুনার আমতলী ও পটুয়াখালীতে ৫০ শতাংশের বেশি ভোট পড়েছে। সার্বিকভাবে আমরা বলতে পারি, প্রত্যাশিত সুন্দর, অবাধ, সুষ্ঠু নির্বাচন হয়েছে। কোথাও কোন কেন্দ্রে ভোট বন্ধ করার মতো কোন ঘটনা ঘটেনি বলেও জানান এই নির্বাচন কমিশনার।

সিইসি/এলিস



বিষয়: #



আর্কাইভ