শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩১
Swadeshvumi
সোমবার ● ১৮ মার্চ ২০২৪
প্রচ্ছদ » জাতীয় » বঙ্গবন্ধুর হৃদয়জুড়ে ছিল মানুষ আর দেশপ্রেম
প্রচ্ছদ » জাতীয় » বঙ্গবন্ধুর হৃদয়জুড়ে ছিল মানুষ আর দেশপ্রেম
৩৯৪ বার পঠিত
সোমবার ● ১৮ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বঙ্গবন্ধুর হৃদয়জুড়ে ছিল মানুষ আর দেশপ্রেম

আলোচনা সভা বক্তারা

---

 

নিজস্ব প্রতিবেদক 

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন আত্মবিশ্বাসে বলীয়ান, তার হৃদয়জুড়ে ছিল মানুষ আর দেশপ্রেম। বঙ্গবন্ধুর ১০৫তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেছেন বিশিষ্টজনেরা। 

 

গতকাল রবিবার (১৭ মার্চ) বিকেলে ধানমন্ডির একটি রেস্টুরেন্টে ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের উদ্যেগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, একুশে পদক ও স্বাধীনতা পুরষ্কারপ্রাপ্ত বিশিষ্ট অভিনেতা, নাট্য নির্দেশক, লেখক মঞ্চসারথি আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর কমিটির উপদেষ্টা মন্ডলের সদস্য ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন, প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।  

 

 

বঙ্গবন্ধু পরিষদের ঢাকা মহানগর কমিটির সভাপতি মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক সরদার মাহামুদ হাসান রুবেল৷ অনৃষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন নগর কমিটির সহ-সভাপতি  ড. এ কে এম নুরুজ্জামান৷ 

 

 

আলোচনায় মঞ্চসারথি আতাউর রহমান বলেন, বঙ্গবন্ধুর হৃদয়জুড়ে ছিল মানুষ। তিনি চেয়েছিলেন মানুষের অন্তর্নিহিত শক্তির বিকাশ। যে শক্তির জাগরণে মানুষ উত্তীর্ণ হয় পূর্ণতার দিকে। সুপ্ত-নিদ্রিত মানুষকে জাগিয়ে, আত্মবিশ্বাসে বলীয়ান করে স্বাধীন করেছেন বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি বেঁচে থাকলে অনেক আগেই উন্নত দেশে পরিণত হতো বাংলাদেশ।

 

 

সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর মতো নেতার জন্মগ্রহণ হয়েছে বলেই বাংলাদেশ নামক একটি দেশের সৃষ্টি হয়েছে। তা না হলে বাঙালি জাতি হয়তো এখনো পরাধীন হয়েই থাকতো।  শত প্রতিকূলতার মধ্যেও বঙ্গবন্ধু পরিষদের নেতাকর্মী বুকের মধ্যে সযত্নে বঙ্গবন্ধুকে লালন করেন। আসলে বঙ্গবন্ধুকে শারীরিকভাবে হত্যা করা হলেও তিনি আসলে চিরঞ্জীব। এদেশের অগণিত মানুষের হৃদয়ে তিনি বেঁচে আছেন, থাকবেন।

 

 

সভায় আরও বক্তব্য রাখেন- প্রফেসর ড. সামছুদ্দিন ইলিয়াস, এম মনসুর আলী, লায়ন হামিদুল আলম সখা, মো. হারুন উর রশিদ, বিনয় ভূষন তালুকদার, সালাউদ্দিন আল আজাদ, কে এম সিদ্দিকুজ্জামান, সঞ্জিব কুমার রায়, হিরেন পন্ডিত, এসএম ওয়াহিদুজ্জামান (মিন্টু), নির্মল বিশ্বাস, লায়ন শোয়েব উদ্দিন সোহেল, আফসা আহমেদ সানু, মোহাম্মদ মাজহারুল ইসলাম, আবদুল্লাহ আল আমিন রঞ্জন, আজিবুর রহমান রাজিব, প্রকৌশলী মো. জুয়েল, এ কে এম ওবায়দুর রহমান, রায়হান কবির, মোহাম্মদ আনিসুর রহমান, সাইফুজ্জামান মিন্টু, ডা. মো. কামরুল ইসলাম খান, নীতিশ সরকার, হাবিবুর রহমান, মাসুম বিল্লাহ, সাংবাদিক শাহনাজ পারভীন এলিস, মো. নুরুল আনোয়ার ফারুকী, কৃষিবিদ নূর ইসলাম, কাউসার আহমেদ কৌশিক, মোহাম্মদ আওয়াল হোসেন, রেদওয়ান রাহার প্রামানিক, কাজী সাইফুর রহমান, মো. মশিউর রহমান, প্রকৌশলী এনামুল হক, পারভিন আক্তার নিলা, রাজিব আহম্মেদ সরদার, আরিফ আবেদীন, শেখ জসিম আহমেদ টুটুল, আসমা সরোয়ারসহ পরিষদের নেতৃবৃন্দ৷

 

 

আলোচনা শেষে ইফতারের পূর্ব মুহূর্তে পঁচাত্তরে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান খোকন৷ 

 

 



বিষয়: #



আর্কাইভ