মঙ্গলবার ● ২ এপ্রিল ২০২৪
প্রচ্ছদ » জাতীয় » মিরপুর থানা বঙ্গবন্ধু পরিষদের ১০ সদস্যের কমিটি ঘোষণা
মিরপুর থানা বঙ্গবন্ধু পরিষদের ১০ সদস্যের কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
জুয়েল আক্তারকে আহবায়ক ও আফতাব হাসান মুনকে সদস্য সচিব করে মিরপুর থানা বঙ্গবন্ধু পরিষদের ১০ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে৷ রবিবার মিরপুর থানা বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে আয়োজিত সম্মেলন ও কর্মী সভায় নতুন এই কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহানগর কমিটির সাধারণ সম্পাদক সরদার মাহামুদ হাসান বলেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই বঙ্গবন্ধুর রাজনৈতিক উদ্দেশ্য৷ সেই লক্ষ্যে বঙ্গবন্ধু পরিষদ কাজ করে যাচ্ছে৷ মিরপুর থানা বঙ্গবন্ধু পরিষদের সকল পর্যায়ের নেতাকর্মী এই আদর্শ থেকে কখনো বিচ্যুত হবে না৷
মিরপুর থানা বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে কর্মী সভা ও ইফতার আয়োজন করা হয়৷ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর কমিটির সহ-সভাপতি সালাউদ্দিন আল আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল বিশ্বাস, গণ যোগাযোগ বিষয়ক সম্পাদক মো. মাসুম বিল্লাহ৷
নবগঠিত কমিটির মনোনীত সদস্যরা হলেন মোহাম্মদ শাহীদ উল্ল্যা ভূঁইয়া, নিরব কুমার সরকার নিবিড়, মো. সাইফুল ইসলাম, শাহনাজ আক্তার, মোঃ তৌহিদুজ্জামান, মো. ফরাদ হোসেন ভূইয়া জুয়েল, পলাশ কুমার বিশ্বাস, মো. কাজী বুলবুল৷
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাঙালি জাতির নিজস্ব ভূমিসত্ত্বা থাকবে, যে ভূমিতে বাঙালি তার নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারবে, তার নীতি সে নিজেই পরিচালনা করতে পারবে। জনগণকে অর্থনৈতিক মুক্তি দেয়া, জনগণকে ক্ষমতায়ন করা, মানুষের জন্য কাজ করা, নিঃস্বার্থভাবে মানুষের জন্য জীবনকে বিলিয়ে দেয়া- এগুলো হলো জাতির পিতার অন্যতম আদর্শ।
বিষয়: #মিরপুর থানা বঙ্গবন্ধু পরিষদের ১০ সদস্যের কমিটি ঘোষণা