মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪
প্রচ্ছদ » জাতীয় » জাতীয় সংসদের ২য় অধিবেশন শুরু ২ মে
জাতীয় সংসদের ২য় অধিবেশন শুরু ২ মে
নিজস্ব প্রতিবেদক
আগামী ২ মে বৃহস্পতিবার শুরু হবে দ্বাদশ জাতীয় সংসদের ২য় অধিবেশন। ওইদিন বিকেল ৫টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশনের কার্যক্রম শুরু করবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
আজ সোমবার বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে চলমান জাতীয় সংসদের ২য় অধিবেশন আহ্বান করেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সাংবিধানিক বাধ্যবাধকতার এই অধিবেশন সপ্তাহ খানেক চলতে পারে। তারপর জুনে বসবে সংসদের বাজেট অধিবেশন। এর আগে গত ৩০ জানুয়ারি বসে দ্বাদশ সংসদের প্রথম অধিবেসন; যা চলে ৫ মার্চ পর্যন্ত।
গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোট হওয়া ২৯৯টি সংসদীয় আসনে আওয়ামী লীগ পায় ২২৩টি। বিরোধী দল জাতীয় পার্টি পায় ১১টি আসন। স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয়ী হন। এছাড়া ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি পেয়েছে একটি করে আসন। এক প্রার্থীর মৃত্যুতে স্থগিত হওয়া নওগাঁ-২ আসনে ১২ ফেব্রুয়ারি ভোট হলে আওয়ামী লীগের আসন আরেকটি বেড়ে ২২৪টিতে দাঁড়ায়।
সংসদ/এলিস
বিষয়: #জাতীয় সংসদের ২য় অধিবেশন শুরু হবে ২ মে