শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ১৫ মাঘ ১৪৩১
Swadeshvumi
শুক্রবার ● ৩ মে ২০২৪
প্রচ্ছদ » ড্রাফট » সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু, চলবে ৯ মে পর্যন্ত
প্রচ্ছদ » ড্রাফট » সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু, চলবে ৯ মে পর্যন্ত
১৯৩ বার পঠিত
শুক্রবার ● ৩ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু, চলবে ৯ মে পর্যন্ত

---

 

# প্রয়াত আবদুল হাই এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব


নিজস্ব প্রতিবেদক 

দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদীয় সভাকক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় অধিবেশনের কার্যক্রম। গত ১৫ এপ্রিল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেন।

অধিবেশন শুরুর আগে বিকেল ৪টায় সংসদ ভবনে সংসদের কার্যউপদেষ্টা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অধিবেশনের মেয়াদকালসহ অন্যান্য কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত হয়। তাতে চলতি অধিবেশন ৯ মে পর্যন্ত চলবে বলে সিদ্ধান্ত হয়। 

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই সভায় কমিটি সদস্য এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালামের সঞ্চালনায় সভায় কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা জিএম কাদের, আবুল হাসানাত আব্দুল্লাহ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, আনিসুল হক, বিরোধীদলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ, ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, ডা. দীপু মনি, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও এ কে এম রেজাউল করিম তানসেন উপস্থিত ছিলেন।

সভায় দ্বাদশ জাতীয় সংসদের ২য় অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দ ও অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা করা হয়। শুক্র ও শনিবার ব্যতীত প্রতিদিন বিকেল ৫টায় অধিবেশন অনুষ্ঠিত হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। আগামী ৯ মে দ্বাদশ জাতীয় সংসদের ২য় অধিবেশন সমাপ্ত হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস সম্পর্কিত যে কোন পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে প্রদান করা হয়। 

এই অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৩৮টি ও অন্যান্য মন্ত্রীর জন্য ৯০২টি প্রশ্নসহ মোট ৯৪০টি প্রশ্ন পাওয়া গেছে। বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৫৬টি এবং প্রস্তাব (সাধারণ) বিধি-১৪৭ এ নোটিশ পাওয়া যায়নি। বেসরকারি বিলের নোটিশ পাওয়া যায়নি। ৪টি সরকারি বিলের কমিটিতে পরীক্ষাধীন ১টি ও সংসদে উত্থাপনের অপেক্ষায় ৩টি।

এরপর অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিমণ্ডলী মনোনয়ন দেন। তারপর সংসদে শোক প্রস্তাব উত্থাপিত হয়। ঝিনাইদহ-১ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আবদুল হাই মৃত্যুবরণ করায় রেওয়াজ অনুযায়ী তার ওপর আনা শোক প্রস্তাবের ওপর আলোচনা হয়। এতে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকার দলের এমপিরা বক্তব্য রাখেন। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, চলতি সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম দিনই আমাদের শোকপ্রস্তাব নিয়ে আসতে হলো। আব্দুল হাই ঝিনাইদহের মতো একটি প্রতিকূল জায়গায় বার বার নির্বাচিত হয়ে এই সংসদে এসেছেন। তার চিকিৎসার জন্য অনেক চেষ্টা করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্য তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। আব্দুল হাই এলাকার সার্বিক উন্নয়নে খুবই আন্তরিক ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর ওই এলাকাটা সন্ত্রাসমুক্ত করার পদক্ষেপ নিই। আমরা যথেষ্ট সাফল্য অর্জন করি। সেখানেও আব্দুল হাইয়ের যথেষ্ট অবদান রয়েছে। আব্দুল হাই অত্যন্ত সাহসী সংগঠক ছিলেন। যার কারণে অত্যন্ত সফলতার সাথে সংগঠনটা সেখানে দাঁড় করান। আমি নিজেও সেই এলাকায় ঘুরে দেখেছি। গ্রামের মানুষ টিকতে পারতো না। সব সময় অস্ত্রের ঝনঝনানি। বিএনপি নামে যে দলটি সৃষ্টি হয়েছিল তারা এই আন্ডারগ্রাউন্ড পার্টির বেশিরভাগই আবার বিএনপিই করতো। সেখানে প্রতিনিয়ত আমাদের নেতাকর্মীদের ওপর হামলা হতো। সেখানে আমরা বিভিন্ন সময়ে টিম পাঠাতাম। তারাও অনেক সময় হামলার শিকার হতো। আমি নিজেও হামলার শিকার হয়েছি।

শোকপ্রস্তাবের ওপর অন্যদের মধ্যে রাজবাড়ী-২ আসনের রেলমন্ত্রী জিল্লুল হাকিম, টাঙ্গাইল-১ আসনের ড. আব্দুর রাজ্জাক, খুলনা-৩ আসনের এসএম কামাল হোসেন, যশোর-২ আসনের মো. তৌফিকুজ্জামান, যশোর-৩ আসনের কাজী নাবিল আহমেদ স্বতন্ত্র সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী বক্তব্য রাখেন।

এছাড়াও সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূইয়া, আবুল হাসেম খান, পিনু খান, নজির হোসেন ও মোখলেসুর রহমান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, প্রধানমন্ত্রীর প্রেস সবিচ ইহসানুল করিম হেলাল, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ড. প্রণব কুমার বড়ুয়া, বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার শিব নারায়ণ দাস, সাবেক এমপি মরহুম আব্দুর রহিমের স্ত্রী সুপ্রিম কোর্টের আইনজীবী ও হুইপ ইকবালুর রহিমের মা নাজমা রহিম, রবীন্দ্র সংগঠক শিল্পী সাদি মহম্মদ, চাইম ব্রান্ডের ভোকালিস্ট খালিদ, গজল সঙ্গীতের প্রবাদ প্রতীম পঙ্কজ উদাস, টঙ্ক আন্দোলনের নেত্রী কুমুদিনী হাজং ও প্রখ্যাত অভিনেতা আহমেদ রেজা সেলিমের মৃত্যুতে শোক জানিয়েছে সংসদ। মস্কোর ক্রোকাস সিটিতে সন্ত্রাসী হামলায় হতাহত, গাজা উপত্যকায় আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলার হতাহত এবং দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতের স্মরণে সংসদ শোক জানিয়েছে।

আলোচনা শেষে সংসদে সর্বসম্মতিক্রমে শোকপ্রস্তাব গৃহীত হয়। সংসদীয় নিয়ম অনুযায়ী, এরপর সংসদের চলতি অধিবেশনের বৈঠক রবিবার বিকেল ৫টা পর্যন্ত মুলতবি করা হয়।

সংসদ সেশন শুরু/এলিস



বিষয়: #  #



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)