শিরোনাম:
ঢাকা, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
Swadeshvumi
সোমবার ● ২৪ জুন ২০২৪
প্রচ্ছদ » জাতীয় » আওয়ামী লীগের প্লাটিনাম জুবিলীতে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্পিকার
প্রচ্ছদ » জাতীয় » আওয়ামী লীগের প্লাটিনাম জুবিলীতে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্পিকার
১১০ বার পঠিত
সোমবার ● ২৪ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আওয়ামী লীগের প্লাটিনাম জুবিলীতে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্পিকার

---


নিজস্ব প্রতিবেদক 

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। গতকাল রবিবার (২৩ জুন) রাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত ওই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাউন্ড ও লাইট শোতে তিনি দর্শক সারিতে বসে ছিলেন। 

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও সমবেত সংগীত পরিবেশন করা হয়। এরপর গীতিনাট্য, নৃত্য ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এসময় সাউন্ড এবং লাইট শোর মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের সৃষ্টিলগ্নে গঠনতন্ত্র থেকে বর্তমান পর্যন্ত ক্রমবিকাশ এবং বাংলাদেশের মহাকাব্যিক জন্মগাঁথায় দলটির অবদান তুলে ধরা হয়। এই প্রদর্শনীতে মাটির সাথে মানুষের সম্পর্কের অনুরূপ বাংলাদেশের সাথে আওয়ামী লীগের নিবিড় সম্পর্ক উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে স্পিকার আমন্ত্রিত অতিথিদের সাথে একটি গ্রুপ ফটোসেশনে অংশগ্রহণ করেন। এসময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চিফ হুইপসহ অন্যান্য হুইপবৃন্দ, মন্ত্রীপরিষদের সদস্যসহ অন্যান্য সংসদ সদস্যগণ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র, নাট্যকর্মী, গণমাধ্যমকর্মী, আমন্ত্রিত অতিথিসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

স্পিকার/এলিস



বিষয়: #



আর্কাইভ