শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
Swadeshvumi
বৃহস্পতিবার ● ১ আগস্ট ২০২৪
প্রচ্ছদ » জাতীয় » কোটা আন্দোলনের সহিংসতায় আহতদের খোঁজ নিতে হাসপাতালে স্পিকার
প্রচ্ছদ » জাতীয় » কোটা আন্দোলনের সহিংসতায় আহতদের খোঁজ নিতে হাসপাতালে স্পিকার
৩৭ বার পঠিত
বৃহস্পতিবার ● ১ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কোটা আন্দোলনের সহিংসতায় আহতদের খোঁজ নিতে হাসপাতালে স্পিকার

---

নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় আহতদের চিকিৎসার খোঁজ নিতে বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন জাতীয় সংসদের স্পিকার . শিরীন শারমিন চৌধুরী। আহতদের খোঁজ নিতে তিনি আজ বৃহস্পতিবার সকালে প্রথমে স্পিকার যান শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট অপারেটিভ বিভাগে। সেখানে ভর্তি থাকা আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন।

সেখান থেকে স্পিকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে। কোটা আন্দোলনের সহিংসতায় আহতদের চিকিৎসার খোঁজ নেন। তারপর তিনি ঢাকার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল চিকিসাধীন আহত পুলিশ সদস্যদের চিকিসার খোঁজ-খবর নেন। স্পিকার সহিংসতায় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

এসময় তার সঙ্গে ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, চিফ হুইপ নূর--আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ নজরুল ইসলাম বাবু, হুইপ সাইমুম সরওয়ার কমল এবং হুইপ সানজিদা খানম, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালামসহ সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



বিষয়: #



আর্কাইভ